কার হাতে উঠছে ইউরোর গোল্ডেন বুট?
আর মাত্র এক ম্যাচ! এরই পরই জানা যাবে কে হচ্ছে ইউরোপেরা সেরা। আগামীকাল রোববার (১৪ জুলাই) দিবাগত রাতে মাঠে গড়াবে ইউরো চ্যাম্পিয়নশিপের মেগা ফাইনাল। যেখানে সেরার মুকুটের জন্য লড়াই করবে স্পেন ও ইংল্যান্ড।
তবে, দলীয় সেরার পাশাপাশি রয়েছে ব্যক্তিগতসেরা হওয়ার লড়াইও। সেটা হবে গোল্ডেন বুটের লড়াই। ইউরোর চলমান আসরে কে হচ্ছেন গোল্ডেন বুটের মালিক?
এই তালিকায় নাম আছে ফাইনাল খেলা দুই দলের দুই তারকার নাম। একজন ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন। আর স্পেন থেকে আছেন দানি ওলমো। ফাইনালের আগে সমান তিনটি গোল করে সেরা হওয়ার দৌড়ে আছেন দুজন।
তাই দুজনের মধ্যে যিনি ফাইনালে গোল করতে পারেন তার হাতে উঠবে গোল্ডেন বুট। যদি দুজনেই গোল করেন সমান করে তাহলে পাবেন দুজনেই। আর যদি কেউই গোল না পান তাহলে কার হাতে উঠবে?
এই উত্তরও জানিয়ে দিয়েছে আয়োজকরা। কেইন এবং ওলমো ছাড়াও এই মুহূর্তে ইউরোতে সমান তিনটি করে গোল আছে জার্মানির জামাল মুসিয়ালা, নেদারল্যান্ডসের কোডি হাকপো, স্লোভেনিয়ার ইভান শারাঞ্জ ও জর্জিয়ার জর্জেস মিকাউতাদজে। ফলে ফাইনালে ওলমো ও কেউন যদি জালের দেখা না পান তাহলে যৌথভাবে ছয়জনই জিতবেন গোল্ডেন বুট।
গত ইউরোতে সর্বোচ্চ ৫টি করে গোল করেছিলেন পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো ও চেত প্রজাতন্ত্রের পাত্রিক শিক। তবে উয়েফার সেই আসরের নিয়ম অনুযায়ী, গোলে বেশি সহায়তা করায় গোল্ডেন বুট জিতেছিলেন রোনালদো। এবার সমান গোলের ক্ষেত্রে নিয়মটা ভিন্ন। এবার গোলের হিসাবটা মুখ্য হিসেবে ধরা হয়েছে।
এ ছাড়া যৌথভাবে ছয়জনই নয়, ফাইনালে এই সংখ্যাটা আরও বাড়তেও পারে। কারণ ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম ও স্পেনের ফাবিয়ান রুইস দুটি গোল করে করেছেন। তাদের কেউ যদি আর একটি গোল পান তাহলে ঢুকে যাবেন গোল্ডেন বুট জেতার তালিকায়।
আবার কেউ যদি একাদিকও করে ফেলেন তাহলে কেইন-ওলমোকে পেছনে ফেলে নিজে একাই জিতে পারেন মর্যাদাপূর্ণ এই পুরস্কার। এবার শুধু দেখার অপেক্ষা কার হাতে উঠছে গোল্ডেন বুটের পুরস্কার!