নেই জাকের, বাংলাদেশ একাদশে এক পরিবর্তন
অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। পরপর দুই ম্যাচ জিতলেও সুপার এইটের শুরুতে নিজেদের একাদশে একটি পরিবর্তন আনল বাংলাদেশ। একাদশে এসেছেন শেখ মেহেদি। তাকে জায়গা দিতে বাদ পড়তে হয়েছে জাকের আলি অনিককে।
মূলত স্পিনে শক্তি বাড়াতেই মেহেদিকে দলে নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। তার সঙ্গে রিশাদ হোসেন ও সাকিব আল হাসান মিলে সামলাবেন বাংলাদেশের স্পিন বিভাগ।
ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ম্যাচটিতে অসিদের বিপক্ষে টসে হেরে আগে ব্যাটিংয়ে নাজমুল হোসেন শান্তর দল।
সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপে ২০০৭ সালে সুপার এইট পর্ব খেলেছিল বাংলাদেশ। এরপর ১৭ বছর কেটে গেলেও শেষ আটে ওঠা হয়নি শান্তদের। এবার গ্রুপপর্বে তিন ম্যাচ জিতে রানার্সআপ হিসেবে শেষ আটে হাথুরুসিংহের শিষ্যরা। যা বড় অর্জন বটে। এই রাউন্ডে তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ। যার শুরুটা অস্ট্রেলিয়াকে দিয়ে। প্রতিপক্ষ হিসেবে অসিরা বেশ কঠিন হলেও চ্যালেঞ্জ নিতে মুখিয়ে শান্তরা।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।