কোহলির পর অবসরের ঘোষণা রোহিতের
শচীন টেন্ডুলকার তার অবসরের সময় বলেছিলেন–‘আমি মনে করি ভারতীয় ক্রিকেটে কোহলি ও রোহিতের আমার রেকর্ড ভাঙার সামর্থ্য আছে।’ বিরাট কোহলি ইতোমধ্যে ওয়ানডের সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড নিজের করেছেন। রোহিত শর্মা টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির মালিক। টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন দুজনই। বিশ্বকাপ জয়ের পর শনিবার (২৯ জুন) অবসরের ঘোষণা দেন কোহলি। এরপর তার দেখানো পথে হেঁটে রোহিতও জানান, টি-টোয়েন্টিতে আর নয়।
বিশ্বকাপ জয়ের পর সংবাদ সম্মেলনে রোহিত নিজের অবসরের ঘোষণা দেন। রোহিত বলেন, ‘এটিই ছিল (বিশ্বকাপ ফাইনাল) আমার শেষ টি-টোয়েন্টি ম্যাচ। শুরু থেকেই ফরম্যাটটি আমি উপভোগ করে এসেছি। বিদায় বলার জন্য এরচেয়ে ভালো সময় হতে পারে না। আমি খেলাটির প্রতি মুহূর্ত উপভোগ করেছি। ভারতের হয়ে শিরোপাটা জিততে চেয়েছিলাম।’
সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে রান সংগ্রাহকের তালিকায় রোহিত আছেন দ্বিতীয় স্থানে। আট ম্যাচে তিন ফিফটিতে করেছেন ২৫৭ রান। মন্থর ব্যাটিংয়ের বিশ্বকোপেও তার স্ট্রাইক রেট ১৫৬.৭০। ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ২০০৪ এর সর্বশেষ আসর–৯টি টুর্নামেন্টেই খেলেছেন তিনি। আসরের দ্বিতীয় সর্বোচ্চ ১ হাজার ২২০ রান তারই।
২০০৭ সালে নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ার শুরু করা রোহিত এই ফরম্যাটে খেলেছেন ১৫৯টি ম্যাচ। রান করেছেন সর্বোচ্চ চার হাজার ২৩১। ৩২.০৫ গড় ও ১৪০.৮৯ স্ট্রাইক রেট যথেষ্ট সমীহ জাগানিয়া। এই ফরম্যাটে ৩২টি ফিফটির পাশাপাশি সর্বোচ্চ পাঁচটি সেঞ্চুরিও রোহিতেরই।