বৃষ্টিতে বন্ধ ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ
বৃষ্টির পূর্বাভাস ছিল আগেই। ভয় ছিল, সময়মতো টস হওয়া নিয়েও। শঙ্কা কাটিয়ে আজ সোমবার (২৪ জুন) ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে টস হয়েছে সময়মতো। টস হেরে আগে ব্যাটিংয়ে নামে ভারত। তবে, ভারত ইনিংসের ৪.১ ওভার পরই শুরু হয় বৃষ্টি।
সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ৪.১ ওভারে এক উইকেট হারিয়ে ভারত তোলে ৪৩ রান। ক্রিজে আছেন রোহিত শর্মা ও ঋষভ পন্ত। বৃষ্টি নামার মাঠে ছক্কার বৃষ্টি ঝরিয়েছেন রোহিত শর্মা। ১৪ বলে দুটি চার ও পাঁচ ছক্কায় ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।
এর আগে টস জিতে অসি অধিনায়ক মিচেল মার্শ বলেন, পিচ দেখে ভালোই মনে হচ্ছে। আমরা রান তাড়া করতে চাই। টুর্নামেন্টের এই পর্যায়ে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। কোনো ম্যাচে আপনি জয় ছাড়া অন্য কিছু ভাবতে পারবেন না। একটা চাপ তো আছেই, সেটি সামলে এগিয়ে যেতে হবে।‘
ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, ’পিচ দেখতে ভালোই। আশা করি এটি খুব বেশি বদলাবে না। আমাদের দলের পরিবেশ ভালো। আমরা আরেকটি দারুণ ম্যাচ ও জয়ের জন্যই লড়াই করব।’