সেমি নিশ্চিতের ম্যাচে অস্ট্রেলিয়াকে বড় লক্ষ্য দিল ভারত
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও ব্যক্তিগত শতকের দেখা পাননি কেউ। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা কাছাকাছি গিয়েছিলেন। আটকা পড়েন ৯২ রানে। আউট হওয়ার আগে অবশ্য অস্ট্রেলিয়ার বোলারদের নাস্তানাবুঁদ করেছেন। বিশ্বকাপের সুপার এইটে গ্রুপ ১-এ নিজেদের শেষ ম্যাচে আজ সোমবার (২৪ জুন) অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে ভারত।
সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২০৫ রান তোলে ভারত।
ম্যাচের শুরু থেকেই আগ্রাসী ভারত। বিশেষত অধিনায়ক রোহিত শর্মা। পাঁচ বলে শূন্য রান করে এদিনও ব্যর্থতার পরিচয় দেন বিরাট কোহলি। জস হ্যাজেলউডের বলে টিম ডেভিডের ক্যাচে পরিণত হন তিনি। তবে, রোহিত খেলতে থাকেন আপন ঢংয়ে। মাত্র ১৯ বলে অর্ধশতক স্পর্শ করেন। মিচেল স্টার্কের বলে বোল্ড হওয়ার আগে সাতটি চার ও আটটি ছক্কায় ৪১ বলে ৯২ রান করেন রোহিত।
ভারত ইনিংসের পঞ্চম ওভারে বৃষ্টি নামে। প্রায় ২০ মিনিটের মতো বন্ধ থাকে ম্যাচ। সেটি অবশ্য থামাতে পারেনি ভারতের রানের গতি। সূর্যকুমার যাদবের ব্যাট থেকে আসে ১৬ বলে ৩১ রানের ইনিংস। তাকেও ফেরান স্টার্ক। ২২ বলে ২৮ রান করে বিদায় নেন শিভাব দুবে। মার্কাস স্টয়নিসের বলে ডেভিড ওয়ার্নারের ক্যাচে পরিণত হন তিনি। শেষ দিকে হার্দিক পান্ডিয়ার ১৭ বলে অপরাজিত ২৭ রানে ভারত পায় ২০০ ছাড়ানো সংগ্রহ।
অস্ট্রেলিয়ার পক্ষে স্টার্ক ও স্টয়নিস দুটি করে উইকেট পান। প্যাট কামিন্স নেন একটি।