বাংলাদেশসহ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে যে ২০ দল

ক্রিকেটের মারকাটারি ফরম্যাট টি-টোয়েন্টির বৈশ্বিক লড়াইয়ের আসর বসবে আগামী বছর। ফেব্রুয়ারিতে যৌথভাবে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া টুর্নামেন্টে অংশ নিবে ২০টি দল। ইতোমধ্যে সবগুলো দলই নিশ্চিত হয়ে গেছে। সর্বশেষ দল হিসেবে জায়গা করে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত।
বৃহস্পতিবার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাছাইপর্বে জাপানকে হারিয়ে সর্বশেষ দল হিসেবে জায়গা করে নেয় আরব আমিরাত। আগে ব্যাট করতে নেমে জাপান ৯ উইকেটে মাত্র ১১৬ রানের পুঁজি দাঁড় করিয়েছিল। লক্ষ্য তাড়া করতে নেমে আরব আমিরাত ৪৭ বল এবং ৮ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে নেয়।
গত বিশ্বকাপের সময়ই আগামী বিশ্বকাপে জায়গা পাকাপোক্ত করেছে বাংলাদেশ। চলুন দেখে নেওয়া যাক, বাংলাদেশের সঙ্গে বিশ্বকাপে জায়গা করে নেওয়া বাকি ১৯ দল কারা।
বিশ্বকাপের আয়োজক হিসেবে সরাসরি খেলবে ভারত ও শ্রীলঙ্কা। এর সঙ্গে গত বিশ্বকাপের শেষ আটে খেলা দলগুলোও সরাসরি খেলবে বিশ্বকাপের আগামী আসরে। সেরা আটে ভারতও থাকায় সাত দল খেলবে এখান থেকে। দলগুলো হলো- বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ।
র্যাঙ্কিংয়ের শীর্ষ দল হিসেবে সুযোগ পেয়েছে তিন দল। নিউজিল্যান্ড ও পাকিস্তানের সঙ্গে আয়ারল্যান্ড খেলবে এই ক্যাটাগরি থেকে।
বাকি ৮টি দল জায়গা করে নিয়েছে বাছাইপর্ব থেকে। আমেরিকা, ইউরোপ, আফ্রিকা ও এশিয়া-প্যাসিফিক-- এই চার মহাদেশ থেকে বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে এই দলগুলো। এশিয়া-প্যাসিফিক থেকে ৩টি, আফ্রিকা থেকে ২টি, আমেরিকা থেকে ১টি ও ইউরোপ থেকে ২টি দল।
এশিয়া-প্যাসিফিক থেকে শেষ দল হিসেবে জায়গা করে নিয়েছে আরব আমিরাত। এই অঞ্চল থেকে এর আগে বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছিল ওমান আর নেপাল। আমেরিকা অঞ্চল থেকে খেলবে কানাডা, আফ্রিকা থেকে জিম্বাবুয়ে ও নামিবিয়া এবং ইউরোপ থেকে ইতালি ও নেদারল্যান্ডস।