অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের সেমিতে ভারত
ভারতের সামনে সমীকরণ একেবারেই সহজ ছিল। ম্যাচ জেতো আর পা রাখো শেষ চারে। এমন ম্যাচে ভুল করেনি ভারত। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া চেষ্টার কমতি রাখেনি, তবে ভারত ছিল ধরাছোঁয়ার বাইরে। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে সোমবার (২৪ জুন) অস্ট্রেলিয়াকে ২৪ রানে হারিয়েছে রোহিত শর্মার দল। এতে গ্রুপ-১ থেকে প্রথম দল হিসেবে সেমি ফাইনাল নিশ্চিত করল ভারত।
সেন্ট লুসিয়ার ড্যারেন সামি স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামা ভারত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২০৫ রান তোলে। জবাবে ২০ ওভারে সাত উইকেটে ১৮১ রানে থামে অস্ট্রেলিয়ার ইনিংস।
বড় রান তাড়ায় শুরুতেই উইকেট হারায় অস্ট্রেলিয়া। অসি ওপেনার ডেভিড ওয়ার্নার প্রথম ওভারেই নিজের উইকেট বিলিয়ে আসেন। ছয় রান করে অর্শ্বদীপ সিংয়ের বলে সূর্যকুমার যাদবের হাতে ক্যাচ তুলে দেন। অধিনায়ক মিচেল মার্শ টিকে ছিলেন অনেকটা সময়। সেই তুলনায় রান করতে পারেননি। ২৮ বলে ৩৭ রান করে কুলদীপ যাদবের স্পিনে পরাস্ত হন।
দুই ওপেনারকে হারানো অসিরা ম্যাচে ঘুরে দাঁড়ায় ওপেনার ট্রাভিস হেডের ব্যাটে। ভারতকে পেলেই জ্বলে ওঠা হেড এদিনও খেলেন ঝলমলে ইনিংস। ৪৩ বলে ৭৬ রানের ইনিংসটি সাজান ৯টি চার ও চারটি ছক্কায়। জসপ্রীত বুমরাহর বলে রোহিত শর্মার তালুবন্দী না হলে হয়তো অস্ট্রেলিয়ার স্বপ্ন ফিকে হতো না। কারণ, এরপর বলার মতো রান তুলতে পারেননি আর কেউই। ১২ বলে ২০ রান আসে গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাট থেকে। টিম ডেভিড করেন ১১ বলে ১৫।
ভারতীয় বোলাররা একটা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন। শেষ ওভারে অসিদের জয়ের জন্য প্রয়োজন ছিল ২৯ রান। যা টপকাতে পারেনি তারা। ভারতও তাই হাসে শেষ হাসি।
ভারতের পক্ষে অর্শ্বদীপ তিনটি এবং যাদব নেন দুই উইকেট।
এর আগে ব্যাটিংয়েও ম্যাচের শুরু থেকেই আগ্রাসী ভারত। বিশেষত অধিনায়ক রোহিত শর্মা। পাঁচ বলে শূন্য রান করে ফের ব্যর্থতার পরিচয় দেন বিরাট কোহলি। জস হ্যাজেলউডের বলে টিম ডেভিডের ক্যাচে পরিণত হন তিনি। তবে, রোহিত খেলতে থাকেন আপন ঢংয়ে। মাত্র ১৯ বলে অর্ধশতক স্পর্শ করেন। মিচেল স্টার্কের বলে বোল্ড হওয়ার আগে সাতটি চার ও আটটি ছক্কায় ৪১ বলে ৯২ রান করেন রোহিত।
ভারত ইনিংসের পঞ্চম ওভারে বৃষ্টি নামে। প্রায় ২০ মিনিটের মতো বন্ধ থাকে ম্যাচ। সেটি অবশ্য থামাতে পারেনি ভারতের রানের গতি। সূর্যকুমার যাদবের ব্যাট থেকে আসে ১৬ বলে ৩১ রানের ইনিংস। তাকেও ফেরান স্টার্ক। ২২ বলে ২৮ রান করে বিদায় নেন শিভাব দুবে। মার্কাস স্টয়নিসের বলে ডেভিড ওয়ার্নারের ক্যাচে পরিণত হন তিনি। শেষ দিকে হার্দিক পান্ডিয়ার ১৭ বলে অপরাজিত ২৭ রানে ভারত পায় ২০০ ছাড়ানো সংগ্রহ।
অস্ট্রেলিয়ার পক্ষে স্টার্ক ও স্টয়নিস দুটি করে উইকেট পান। প্যাট কামিন্স নেন একটি।