ভাগ্যের জোরে শিরোপা জয়? যা বললেন রোহিত
একের পর এক আইসিসি টুর্নামেন্টের ফাইনালে উঠেও হারতে হয়েছে ভারতকে। গত ১৩ বছরে এ নিয়ে ষষ্ঠ ফাইনাল খেলল দলটি। আগের পাঁচটি টুর্নামেন্ট থেকেই খালি হাতে ফিরতে হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও ভারত খেলেছে ১০ বছর পর। ২০১৪ সাল খালি হাতে ফেরালেও এবার আর ভাগ্য তাদের ফেরায়নি। বরং, রুদ্ধশ্বাস ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে সাত রানে হারিয়ে বিশ্বকাপ জয়ের উল্লাসে মাতেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা।
একটা সময় মনে হচ্ছিল ম্যাচটা দক্ষিণ আফ্রিকাই জিতে যাবে। ২৪ বলে ২৬ রান দরকার, ক্রিজে ডেভিড মিলার। কিন্তু, বাউন্ডারি লাইনে মিলারের ক্যাচ নিয়ে (যেটি সম্ভবত টুর্নামেন্টেরই সেরা ক্যাচ) ম্যাচের গতিপথ বদলে দেন সূর্যকুমার যাদব। পরের গল্পটা ভারতের বিজয়গাঁথার।
কারও মতে, ভাগ্যের জোরেই জিতেছে ভারত। আইসিসির সুনজরের অভিযোগ-অনুযোগেরও শেষ নেই। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা অবশ্য জানালেন, ভাগ্য সাহসীদের পক্ষেই থাকে।
ম্যাচ শেষে আইসিসিকে রোহিত বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে একসঙ্গে খেলছি। এটা সবার জয়। পুরো দলকে এমন অনেক ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়েছে। ম্যাচের ফল নিয়ে না ভেবে পরিকল্পনা অনুযায়ী এগিয়েছি। যেগুলো এখন কাজে দিচ্ছে। ছেলেরা স্বাধীনভাবে খেলেছে। সাহস নিয়ে খেলেছে। আর কে না জানে, ভাগ্য সবসময় সাহসীদের পক্ষে থাকে।’
অধিনায়ক হিসেবে রোহিতের এটিই প্রথম বিশ্বকাপ জয়। এর আগে ভারতের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্যও ছিলেন তিনি। ২০০৭ সালে প্রথম শিরোপা জয়ের পর দ্বিতীয়টি পেতে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ ১৭ বছর। সেটি ঘুচেছে রোহিতের হাত ধরেই।