গৌতম গম্ভীরই হলেন ভারতের নতুন কোচ
আগে থেকেই জানা ছিল, টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের শেষ অ্যাসাইনমেন্ট। ভারতকে বিশ্বকাপ জিতিয়ে দায়িত্ব ছেড়েছেন দ্রাবিড়। এবার নিয়োগ হয়ে গেল ভারতের নতুন কোচ। রাহুল দ্রাবিড়ের জায়গায় নতুন কোচ হিসেবে গৌতম গম্ভীরকেই পেলেন রোহিত-কোহলিরা।
দ্রাবিড়ের শূন্য পদে নিয়োগের জন্য বিশ্বকাপের আগেই বিজ্ঞপ্তি দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কয়েক দফায় নির্বাচনের পর প্রধান কোচ হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর। তবে, নানা জটিলতায় আটকে আছে গম্ভীরের কোচ হওয়া। অবশেষে সব জটিলতা দূর করে গম্ভীরকে কোচ করার ঘোষণা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
গতকাল মঙ্গলবার সামাজিক মাধ্যমে নিশ্চিত করেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। বোর্ডের পক্ষ থেকে আগেই বলা হয়েছিল, নতুন কোচের সঙ্গে চুক্তি হবে সাড়ে তিন বছরের। সেই অনুসারে তিন সংস্করণে আগামী ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব ভারতীয় দলের দায়িত্ব পেলেন গাম্ভির।
জয় শাহ লিখেছেন, ‘ভারতীয় ক্রিকেট দলের নতুন প্রধান কোচ হিসেবে গৌতাম গাম্ভিরকে অত্যন্ত আনন্দের সঙ্গে স্বাগত জানাচ্ছি। আধুনিক ক্রিকেট দ্রুত বিকশিত হয়েছে এবং গৌতাম এই পরিবর্তিত দৃশ্যপট খুব কাছ থেকে দেখেছেন। আমি আত্মবিশ্বাসী যে, ক্যারিয়ার জুড়ে বিভিন্ন ভূমিকায় পারদর্শিতা দেখানো গৌতাম ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আদর্শ ব্যক্তি।’
নতুন দায়িত্ব নিয়ে গম্ভীর বলেছেন, ‘ভারত আমার পরিচয় এবং দেশের সেবা করা আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য। ভিন্ন দায়িত্বে হলেও জাতীয় দলে ফিরতে পেরে আমি সম্মানিত বোধ করছি। কিন্তু আমার লক্ষ্য বরাবরের মতোই থাকবে, প্রত্যেক ভারতীয়কে গর্বিত করা। ১৪০ কোটি ভারতীয়র স্বপ্ন নীল জার্সিধারীদের কাঁধে এবং এই স্বপ্নগুলো সত্যি করার জন্য আমার ক্ষমতার মধ্যে সবকিছু করব!’
চলতি মাসের শেষ দিকে শ্রীলঙ্কা সফর দিয়ে নিজের নতুন চাকরি শুরু করবেন গম্ভীর। সফরে স্বাগতিকদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে ভারত। দ্রাবিড়ের জায়গায় গম্ভীরকে নিয়োগ দেওয়া হলে কোচিং প্যানেলে আর পরিবর্তনের কথা জানায়নি বিসিসিআই। দ্রাবিড়ের সঙ্গে কাজ করা বিক্রম রাঠোর (ব্যাটিং কোচ), পারাস মামব্রে (বোলিং কোচ) এবং টি দিলীপ (ফিল্ডিং কোচ) তাদের দায়িত্বে বহাল থাকবেন কি না সেটা জানা যায়নি।