অলিম্পিকে হার, টেনিসকে বিদায় জানালেন অ্যান্ডি মারে
অ্যান্ডি মারে বলতেই পারেন, বড্ড ভুল সময়ে টেনিসে তার আবির্ভাব। রজার ফেদেরার, রাফায়েল নাদাল, নোভাক জকোভিচের সময়ে টেনিস কোর্টে রাজত্ব করাটা ভীষণ কঠিনই ছিল। তবুও মারে শীর্ষে উঠেছিলেন। ওই তিন তারকার স্বর্ণ সময়েও জিতেছেন তিনটি গ্র্যান্ডস্লাম।
এবার টেনিসকে বিদায় জানালেন মারে। ৩৭ বছর বয়সী ব্রিটিশ এই তারকা প্যারিস অলিম্পিকের পুরুষ টেনিসের দ্বৈত ইভেন্টে মাঠে নেমেছিলেন। কোয়ার্টার ফাইনালে সঙ্গী ড্যান ইভান্সকে সঙ্গে নিয়ে মুখোমুখি হয়েছিলেন মার্কিন জুটি টেইলর ফ্রিৎজ ও টমি পলের। ব্রিটিশরা হার মানে ৬-২, ৬-৪ গেমের সরাসরি সেটে।
এই হারে অলিম্পিক থেকে বিদায় নিশ্চিত হয় মারের। এরপর তিনি বিদায়ের কথা জানান। আগেই জানিয়েছিলেন, অলিম্পিক হতে চলেছে তার ক্যারিয়ারের শেষ ইভেন্ট। শেষটা তাই রাঙাতে পারলেন না ভালোভাবে।
বিদায় প্রসঙ্গে মারে বলেন, ‘আমি আমার ক্যারিয়ার নিয়ে গর্বিত। আমি যা অর্জন করেছি এই খেলাটি থেকে, আমি খুশি। অবশ্যই, খারাপ লাগছে। শেষবারের মতো খেলে ফেলেছি, আবেগ স্পর্শ করবেই আমাকে। তবে, সবকিছূর জন্য আমি খুশি।’