ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে আসিফ মাহমুদের স্ট্যাটাস
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকারের মধ্যে দপ্তর বণ্টন করে দেওয়া হয়েছে। যেখানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দায়িত্ব পেয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দেন এই তরুণ উপদেষ্টা।
আজ শুক্রবার (৯ জুলাই) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার খবরটি ভক্তদের জানান আসিফ মাহমুদ। যদিও সেই স্ট্যাটাসে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ছাড়া আর কিছুই লেখেননি তিনি। এর আগে, মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে তার দায়িত্ব পাওয়ার বিষয়টি জানানো হয়।
নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকারের ১৪ জন শপথ নেন। সার্টিফিকেট অনুযায়ী ২৬ বয়সে এই মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তিনি। বাংলাদেশের ইতিহাসে সর্বকনিষ্ট উপদেষ্টার তালিকাতেও আছেন আসিফ ও আরেক সমন্বয়ক নাহিদ ইসলাম।
কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর ইউনিয়নের আকুবপুর গ্রামে আসিফের জন্ম। তার বাবার নাম মো. বিল্লাল হোসেন, মায়ের নাম রোকসানা বেগম। আসিফ মাহমুদ আদমজী ক্যান্টনমেন্ট কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও কলেজটির বিএনসিসি ইউনিটের প্লাটুন সার্জেন্ট ছিলেন। সেখান থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করে তিনি ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগে ভর্তি হন। এখন তিনি স্নাতকোত্তর শ্রেণিতে পড়ছেন।