প্রতিপক্ষ এখন আমাদের পেসারদের নিয়ে ভাববে : তামিম
দলগত পারফরম্যান্সের সম্মিলনে ইতিহাস গড়েছে বাংলাদেশ। পাকিস্তানকে তাদের মাটিতে টানা দুই টেস্টে হারিয়ে ঐতিহাসিক এক সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। সিরিজে ব্যাটিং, বোলিং দুই বিভাগেই তারকারা ছিলেন দুর্দান্ত। বিশেষত, পেসাররা চমৎকারভাবে নিজেদের মেলে ধরেন।
রাওয়ালপিন্ডিতে শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের ১০ উইকেটের প্রত্যেকটি তুলে নিয়েছেন বাংলাদেশের পেসাররা। যাতে অল্পতে থামে পাকিস্তান। বাংলাদেশি পেসাররা গত এক বছর ধরেই প্রমাণ করে যাচ্ছেন নিজেদের। যার প্রতিফলন ঘটিয়েছেন সদ্য শেষ হওয়া সিরিজেও।
ইএসপিএনক্রিকইনফোতে দেওয়া সাক্ষাৎকারে আজ বুধবার (৪ সেপ্টেম্বর) তামিম ইকবালও প্রশংসায় ভাসালেন পেসারদের। দেশের বাইরে সিরিজ হলেও আমাদের পেসার নিয়ে প্রতিপক্ষের ভাবার সময় এসেছে বলেও জানান দেশসেরা ওপেনার।
তামিম বলেন, ‘পুরো সিরিজে পেসাররা ছিলেন অবিশ্বাস্য। সর্বোচ্চ দিয়ে খেলেছে তারা। হাসান মাহমুদ, নাহিদ রানারা দুর্দান্ত ছিলেন। তাসকিন আহমেদ বেশি উইকেট না পেলেও বল হাতে সাবলীল ছিলেন। হাসান বাড়তি কিছু করার চেষ্টা করেনি। তার সামর্থ্য অনুযায়ী বল করে গেছে, সফলও হয়েছে। আমাদের পেসারদের নিয়ে সবার ভাবনার সময় এসেছে এখন। এতদিন দেশের বাইরে খেললে প্রতিপক্ষ সেভাবে আমলে নিত না। এখন থেকে তাদের পরিকল্পনায় বাংলাদেশের পেসারদের রাখতে হবে।’
সিরিজে ভালো করা তিন পেসারই এগিয়েছেন বোলারদের র্যাঙ্কিংয়ে। সবচেয়ে বড় লাফ দিয়েছেন তরুণ গতিতারকা নাহিদ রানা। ২৩ ধাপ এগিয়ে তিনি উঠে এসেছেন ৯৭ নম্বরে। সেরা ১০০-তে এবারই প্রথম জায়গা করে নিলেন নাহিদ। হাসান মাহমুদও দিয়েছেন বেশ বড় লাফ। ১৬ ধাপ এগিয়ে তিনি আছেন ৫৭ নম্বরে। তাসকিন আহমেদ ১১ ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছে তালিকার ৮৫ নম্বরে।