প্রতিযোগিতামূলক ক্রিকেটে কি ফিরতে পারবেন তামিম?

যেভাবে ফিরে এসেছেন তামিম ইকবাল, সেটি অবিশ্বাস্য। অনেকটা মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছেন তিনি। ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জাতীয় দলের সাবেক এই ওপেনার। চলতি বছরের ২৪ মার্চ দুবার হার্ট অ্যাটাক হয় তামিমের। অবস্থা এতটাই গুরুতর ছিল যে, এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা নিয়ে আসার অবস্থাও ছিল না।
সেই সময় সাভারের একটি হাসপাতালে তাৎক্ষণিক রিং পড়ানো হয় তামিমের হার্টে। এরপর দেশে-বিদেশে চিকিৎসা নিয়ে এখন সুস্থ আছেন তিনি। তবে, এখনো ফেরা হয়নি প্রতিযোগিতামূলক ক্রিকেটে। কবে, ক্রিকেটে ফিরবেন—কিছুদিন আগে সেই প্রশ্নের উত্তর দিয়েছিলেন তামিম নিজেই। মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেছিলেন, ‘দ্রুতই ক্রিকেটে ফিরব।’
তবে তামিমকে ভিন্ন পরামর্শ দিলেন জাতীয় দলের দীর্ঘদিনের ট্রেনার ও তামিমের অসুস্থতা পর্যবেক্ষণ করা ইয়াকুব চৌধুরী ডালিম। দেশসেরা এই ওপেনারকে প্রতিযোগিতামূলক ক্রিকেট এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন তিনি।
গণমাধ্যমকে ডালিম বলেন, ‘এখন তামিমের খেলার সম্ভাবনা বলতে গেলে, বিনোদনের জন্য ঠিক আছে। প্রতিযোগিতামূলক ক্রিকেট, হাই-ভোল্টেজ ম্যাচ (বিপিএল, ফাইনাল, সেমি-ফাইনাল) এই ধরনের ম্যাচগুলো একটু কঠিন। আসলে এটা নির্ভর করবে তামিমের ওপর, তিনি কীভাবে সেটা নেবেন। আমার পরামর্শ থাকবে ট্রেনিং করা এবং কেবল বিনোদনমূলক খেলাগুলোতে ফোকাস করা।’
সর্বশেষ ডিপিএল মোহামেডানের হয়ে খেলেছিলেন তামিম। দলটির অধিনায়কও ছিলেন তিনি। সাভারের বিকেএসপিতে ম্যাচ চলাকালীন অসুস্থ হয়ে পড়েন তামিম। পরে জানা যায়, তার হার্ট ব্লক ধরা পেড়েছে। ডাক্তাররা জানিয়েছিলেন, মাঠে ফিরতে তামিমকে অপেক্ষা করতে হবে পুরোপুরি ফিট হওয়া পর্যন্ত।