তরুণদের নিয়ে বাজিমাতের আশায় বার্সেলোনা
আর্থিক সংকটে জর্জরিত হওয়ায় গত কয়েক মৌসুম ধরেই দলবদলের মৌসুমে ভুগছে বার্সেলোনা। নতুন কোনো তারকা ফুটবলার তো কিনতে পারছেই না, বরং অভিজ্ঞদের অনেককেই ছেড়ে দিতে বাধ্য হচ্ছে ক্লাবটি। সবশেষ দলবদলের মৌসুমে গত মৌসুমে দলের অন্যতম সেরা খেলোয়াড় ইকাই গুন্ডোগানকে ফ্রিতে ছেড়ে দিয়েছে বার্সেলোনা। দলের অন্যতম সেরা খেলোয়াড় হলেও সর্বাধিক বেতন পাওয়া গুন্ডোগানকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে ক্লাবটি।
আসন্ন শীতকালীন দলবদলের মৌসুমে ফ্রাংঙ্কি ডি ইয়ংয়ের মতো ফুটবলারের জন্যেও তারা প্রস্তাব শুনতে চায় বলে গুঞ্জন রয়েছে। দলের এমন দুর্দশায় আরও একবার তাদের নির্ভর করতে হচ্ছে লা মাসিয়ার ওপর। নিজেদের এই অ্যাকাডেমির তরুণ সব ফুটবলারদের মূল দলে খেলার সুযোগ দিয়েই গত কয়েক মৌসুম ধরে ঘরোয়া ও ইউরোপীয় অঙ্গনে প্রতিযোগিতা করে চলেছে দলটি। এবারও তার ব্যতিক্রম হয়নি।
বেশ কয়েকজন ফুটবলারকে চুক্তি শেষ করে, ধারে বা ফ্রিতে ছেড়ে দিয়ে মাত্র একজন খেলোয়াড় দলে ভিড়িয়েছে তারা। ৬০ মিলিয়ন ইউরো দিয়ে লাইপজিগ থেকে দানি অলমোকে দলে ভেড়ালেও লা লিগায় নিবন্ধন করাতে ঘাম ছুটে গেছে তাদের। এই পরিস্থিতিতে মার্ক বের্নাল, পাউ ভিক্তর, আলেক্স ভায়ের মতো তরুণদের লা মাসিয়া থেকে মূল দলে খেলার সুযোগ করে দিয়েছে ক্লাবটির স্পোর্টিং বিভাগের কর্তারা। আর এসব কারণে চলতি মৌসুমে লা লিগার ক্লাবগুলোর মধ্যে সবচেয়ে কম বয়সী স্কোয়াড এখন কাতালুনিয়ার এই ক্লাবটির।
৩৬ বছর বয়সী রবার্ট লেভানডস্কি থাকলেও বার্সেলোনার স্কোয়াডের গড় বয়স ২৪.১ বছর। সর্বকনিষ্ঠ স্কোয়াডের দিক থেকে লা লিগায় তাদের পরেই রয়েছে রিয়াল সোসিয়েদাদ ও ভ্যালেন্সিয়া। উভয় ক্লাবেরই স্কোয়াডের গড় বয়স ২৫ বছর। ২৬.৫ বছর গড় বয়স নিয়ে তালিকার অষ্টম স্থানে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।
অবাক করা বিষয় হচ্ছে, এত এত ছোট ছোট ফুটবলার দিয়ে খেলিয়েও চলতি মৌসুমের শুরুটা সবচেয়ে ভালোভাবে করেছেন বার্সেলোনা কোচ হ্যানসি ফ্লিক। তারুণ্য ও অভিজ্ঞতার এক দারুণ মিশ্রণে মৌসুমের প্রথম চার ম্যাচে জয় পাওয়া একমাত্র দল তারাই।