লা লিগায় শীর্ষস্থান মজবুত করল বার্সেলোনা
রিয়াল মাদ্রিদ তাদের ছুঁয়েছিল আগের দিন। লা লিগায় পয়েন্ট সমান হয়ে যায় বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের। একদিন পর অবশ্য শীর্ষস্থান মজবুত করল বার্সা। মাদ্রিদকে তিন পয়েন্ট পেছনে ফেলে দিয়েছে দলটি। সর্বশেষ লিগ ম্যাচে দেপোর্তিভো আলাভেসকে ৩-০ গোলে হারিয়েছে বার্সেলোনা।
আলাভেসের মাঠ মেন্ডিজরোৎসা স্টেডিয়ামে প্রতিপক্ষকে একাই হারান রবার্ট লেভানডস্কি। ম্যাচে হ্যাটট্রিক তুলে নেন এই তারকা ফরোয়ার্ড। সপ্তম মিনিটেই বার্সেলোনাকে এগিয়ে নেন তিনি। এরপর প্রথমার্ধে আরও দুবার আলাভেসের জালে বল পাঠান লেভানডস্কি।
ম্যাচের ২২ ও ৩২ মিনিটে লক্ষ্যভেদ করে হ্যাটট্রিক পূরণ করেন বার্সা তারকা। প্রথমার্ধে তিন গোলে এগিয়ে যাওয়া কাতালানরা কোনো সুযোগই দেয়নি আলাভেসকে। দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি বার্সেলোনা। আলাভেস কয়েকটি বিচ্ছিন্ন আক্রমণ করলেও প্রতিপক্ষের জন্য হুমকি হতে পারেনি। শেষ পর্যন্ত তাই ঘরের মাঠে পরাজয়ের তিক্ততা পেতে হয় তাদের।
এই জয়ে ৯ ম্যাচ শেষে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে বার্সা। আট জয় ও এক হারে তাদের পয়েন্ট ২৪। ৯ ম্যাচে ছয় জয় ও তিন ড্রয়ে দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ২১। তালিকায় তিন ও চারে আছে যথাক্রমে অ্যাথলেটিকো মাদ্রিদ ও ভিয়ারিয়াল।