উত্তেজনায় ঠাসা মৌসুমের প্রথম ক্লাসিকো রিয়াল মাদ্রিদের
কি ছিল না বছরের প্রথম এল ক্লাসিকোতে— আক্রমণ-প্রতিআক্রমণ, গোল, পেনাল্টি মিস। মাঠের উত্তেজনা গড়াল মাঠের বাইরেও। খেলার শেষে টাচলাইনে হাতাহাতি, সবমিলিয়ে চার লাল কার্ড। রোমাঞ্চকর এই এল ক্লাসিকো জিতে নিয়েছে রিয়াল মাদ্রিদ।
রোববার (২৬ অক্টোবর) লা লিগার ম্যাচে সান্তিয়াগো বার্নাব্যূতে বার্সেলোনার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে বার্সার বিপক্ষে ২-১ গোলের জয় তুলে নিয়েছে লস ব্লাঙ্কোরা। এ জয়ে লিগে ৫ পয়েন্টে এগিয়ে গেল রিয়াল। ০ ম্যাচে ৯ জয়ে রিয়ালের পয়েন্ট হলো ২৭, সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা।
ঘরের মাঠে বল দখলের লড়াইয়ে রিয়াল পিছিয়ে থাকলেও আক্রমণে এগিয়ে ছিল জাবি আলোন্সোর দল। মাত্র ৩১ শতাংশ বল দখলে রেখে গোলের জন্য ২৩টি শট নিয়ে ১০টি লক্ষ্যে রাখতে পারে রিয়াল। বিপরীতে, ৬৯ শতাংশ বল দখলে রেখে বার্সেলোনার ১৫ শটের ৬টি লক্ষ্যে ছিল।
ম্যাচের মাত্র চতুর্থ মিনিটেই পেনাল্টি পেয়েছিল রিয়াল। তবে ভিএআর দেখে সেটি বাতিল করেন রেফারি। এরপর জালও খুঁজে পেয়েছিল রিয়াল। ম্যাচের ১২ মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে দুর্দান্ত ভলিতে বার্সেলোনার জালে বল পাঠিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। কিন্তু অফসাইডের জালে কাটা পড়ে সেটি।
তবে প্রথম গোল পেতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি রিয়ালকে। ১০ মিনিট পরই এগিয়ে যায় তারা। বেলিংহামের পাস থেকে পেয়ে অফসাইডের ফাঁদ এড়িয়ে বল ধরে বক্সে ঢুকে নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন এমবাপ্পে। উল্লাসে মেতে ওঠে গ্যালারি।
প্রথমার্ধেই বল জালে জড়ায় আরও দুইবার। ৩৮ মিনিটে ম্যাচে সমতা ফেরায় বার্সা। আলেহান্দ্রো বাল্দের কাছে থেকে ফিরতি পাস পেয়ে মার্কাশ রাশফোর্ড বল দেন ছয় গজ বক্সের বাইরে, জোরাল শটে জালে পাঠান ফের্মিন লোপেস।
সেটি অবশ্য বেশি সময় ধরে রাখতে পারেনি বার্সেলোনা। ৫ মিনিট পরই আবারও লিড নেয় রিয়াল। বাঁ দিকের বাইলাইনের কাছ থেকে ভিনিসিয়াসের উঁচু করে বাড়ানো বলে এডার মিলিতাওয়ের হেডের পর লাফিয়ে হেড করার চেষ্টায় পারেননি হুইসেন। পেছনেই ফাঁকায় ছিলেন বেলিংহাম। অনায়াসে ফাঁকা জালে বল পাঠিয়ে দেন তিনি।
বিরতি থেকে ফিরে আবারও গোলের সুযোগ পেয়েছিল রিয়াল। কিন্তু পেনাল্টি মিস করে বসেন এমবাপ্পে। বক্সে এরিক গার্সিয়ার হাতে বল লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টি দিয়েছিলেন রেফারি। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন এমবাপ্পে। ফরাসি পরোয়ার্ডের শট ঝাঁপিয়ে এক হাতে ঠেকান স্ট্যান্সনি।
৬৮তম মিনিটে বার্সেলোনার জালে আরেকবার বল পাঠান বেলিংহাম। কিন্তু এটিও অফসাইডে কাটা পড়ে।
৯ মিনিট যোগ করা সময়ের শেষ মিনিটে অরেলিন চুয়ামেনিকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন বার্সেলোনা মিডফিল্ডার পেদ্রি। তখনই টাচলাইনে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই দলের কয়েকজন। এরপর রেফারি শেষ বাঁশি বাজাতেই এবার মাঠেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই দলের কয়েকজন ফুটবলার।

স্পোর্টস ডেস্ক