এমবাপ্পের গোলে শীর্ষে ফিরল রিয়াল

শাবি আলোনসোর অধীনে উড়তে থাকা রিয়াল মাদ্রিদকে প্রায় থামিয়েই দিয়েছিল গেতাফে। গোলের দেখা পেতে এদিন রিয়ালকে অপেক্ষা করতে হয়েছে খেলার শেষভাগ পর্যন্ত। ফরাসি তারকা এমবাপ্পের গোলটিও এসেছে গেতাফে ১০ জনের দলের পরিণত হওয়ার পর। আর এতেই জয় নিয়ে আবারও টেবিলের শীর্ষে ফিরেছে রিয়াল মাদ্রিদ।
গতকাল রোববার (১৯ অক্টোবর) লা লিগার ম্যাচে গেতাফের মাঠে ১-০ গোলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচজুড়ে ৭৬ শতাংশ বল দখলে রেখে ২৩টি শট নিয়ে ১০টি লক্ষ্যে রাখে রিয়াল। অন্যদিকে গেতাফে ৭টি শট নিয়ে লক্ষ্যে রাখতে পারে একটি।
প্রতিপক্ষের মাঠে খেলতে নেমে অনেকটা সময় ধরে জমে থাকা রিয়াল মাদ্রিদের খেলা বদলে যায় এক মুহূর্তে। ম্যাচের ৭৬ থেকে ৮৪ মিনিট, এই সাত মিনিটেই গেতাফে হারায় দুই খেলোয়াড়। আর এর মাঝের সময়েই গোল করে রিয়ালকে জয় এনে দেন এমবাপ্পে।
এদিন ম্যাচের একমাত্র গোলটি করে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে টানা ১১ ম্যাচে গোল করলেন ফরাসি ফরোয়ার্ড এমবাপ্পে।
প্রথমার্ধে রিয়ালের পারফরম্যান্স ছিল বেশ নিস্তেজ। বেশ কিছু চেষ্টা করলেও গোলরক্ষকের বাধা আর লক্ষ্যভ্রষ্ট শটে ফল আসেনি। বিরতির পর কিছুটা গতি আনলেও গোলের দেখা পাচ্ছিল না রিয়াল।
দ্বিতীয়ার্ধে ৭৬তম মিনিটে মাঠে নামার মাত্র ৪৪ সেকেন্ডের মাথায় ভিনিসিয়াস জুনিয়রকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন গেতাফের ডিফেন্ডার আলান নিওম। রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে থাকে গেতাফে। কিছু সময়ের জন্য খেলা বন্ধ থাকে।
খেলা পুনরায় শুরু হতেই ম্যাচের ৮০তম মিনিটে আসে রিয়ালের কাঙ্ক্ষিত গোল। দ্বিতীয়ার্ধে বদলি নামা আর্দা গুলারের পাস পেয়ে বক্সে ঢুকে বল জালে জড়ান এমবাপ্পে।
এই গোলের পরও গেতাফের দুর্ভোগ শেষ হয়নি। ৮৪তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখায় এবার লাল কার্ড দেখে মাঠ ছাড়েন গেতাফের উইঙ্গার আলেক্স সানক্রিস। ৯ জনের দলে পরিণত হয় গেতাফে। এরপর আর তাদের ম্যাচে ফেরা হয়নি। ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছেড়েছে রিয়াল।
এই জয়ে ৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠেছে শাবি আলোনসোর দল। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা।