গোলের দেখা পেলেন ইয়ামাল, জয়ে ফিরল বার্সা
বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামালের মাঠের খেলা কিংবা তার ব্যক্তিগত জীবন নিয়ে বেশ সমালোচনা চলছে। এরই মাঝে ইনজুরিতে তিনি মাঠের বাইরে ছিলেন বেশ কিছুদিন। প্রায় দুই মাস ধরে গোলের দেখা পাননি এই স্প্যানিশ তারকা। চোটে জর্জরিত বার্সাও সর্বশেষ ম্যাচে এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরেছে। অবশেষে গতকাল রোববার (২ নভেম্বর) ইয়ামালও গোল করেছেন আর বার্সাও পেয়েছে স্বস্তির জয়।
গতকাল প্রায় দুই মাস পর ঘরোয়া লিগে গোলের দেখা পেলেন ইয়ামাল। সেই সঙ্গে ফেরান তোরেস ও মার্কাস রাশফোর্ডের দারুণ পারফরম্যান্সে লা লিগায় এলচেকে ৩-১ গোলে হারিয়ে জয়রথে ফিরল বার্সেলোনা।
রোববার রাতে ঘরের মাঠে লা লিগার ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় হান্সি ফ্লিকের দল। রিয়াল মাদ্রিদের বিপক্ষে আগের ম্যাচে ২-১ গোলে হারের হতাশা ভুলে এবার প্রথম ১৫ মিনিটেই দুটি গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা।
ম্যাচের নবম মিনিটে আলেহান্দ্রো বাল্দের থ্রু পাস ধরে ডি-বক্সে ঢুকে নিখুঁত ফিনিশে দলকে এগিয়ে নেন ইয়ামাল। এর তিন মিনিট পর ম্যাচের ১২তম মিনিটে মিড ফারমিন লোপেজের পাস থেকে বল পেয়ে বক্সের ভেতর কাছ থেকে লক্ষ্যভেদ করেন তোরেস।
৪২তম মিনিটে আলভারো নুনেসের পাস ধরে বিনা বাধায় বক্সে ঢুকে কোনাকুনি শটে গোলে করে এলচের ব্যবধান কমায় রাফা মির। তবে এরপর আর ম্যাচে ফেরার সুযোগ পায়নি তারা। প্রথমার্ধের ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় বার্সা।
দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বার্সেলোনা। ৬১তম মিনিটে ব্যাবধান ৩-১ করেন রাশফোর্ড। ডান দিকে থেকে লোপেজের ক্রস বক্সের বাইরে থেকে নিয়ন্ত্রণে নিয়ে দারুণ এক কোনাকুনি শটে ব্যবধান বাড়ান রাশফোর্ড।
শেষদিকে মাঠে নামেন চোট কাটিয়ে ফেরা দুই তারকা রবার্ট লেভানদোভস্কি ও দানি ওলমো, যদিও বড় কোনো প্রভাব রাখতে পারেননি। তবু চ্যাম্পিয়নস লিগের ম্যাচর আগে তাদের ফেরাটা ফ্লিকের দলের জন্য বড় স্বস্তি।
এই জয়ে ১১ ম্যাচে ৮ জয়, ২ হার ও ১ ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট এখন ২৫। এতে টেবিলে এক ধাপ ওপরে উঠে দ্বিতীয় স্থানে ফিরেছে তারা। সমান ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। আর তৃতীয় স্থানে থাকা ভিয়ারিয়ালের পয়েন্ট ২৩।

স্পোর্টস ডেস্ক