‘বার্সার হাতেই লা লিগা’

লা লিগা জয়ের দৌড়ে এগিয়ে আছে বার্সেলোনা। লিগ শিরোপা জয়ে তাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। সমান ৩৪ ম্যাচে বার্সার পয়েন্ট ৭৯, রিয়ালের ৭৫। লিগে ম্যাচ বাকি ৪টি, পয়েন্ট ব্যবধানও ৪। এমন অবস্থায় রিয়ালের শিরোপা জয় বেশ কঠিন।
আগামী ১১ মে মৌসুমের শেষ এল ক্ল্যাসিকোতে মুখোমুখি হবে রিয়াল-বার্সা। সেই ম্যাচে শিরোপার পথ আরও স্পষ্ট হয়ে উঠবে। চলতি মৌসুমে তিনটি এল ক্ল্যাসিকোকে বার্সার কাছে হেরেছে রিয়াল। উড়তে থাকা কাতালানদের বিপক্ষে ভঙুর রিয়াল জিতবে, এমন প্রত্যাশা খোদ ক্লাবের ভক্তদেরই কম।
রিয়াল কোচ কার্লো আনচেলত্তিও মানছেন, লা লিগা বার্সার হাতেই। আজ সোমবার (৫ মে) কার্লোর বলা কথা নিজের অফিসিয়াল ফেসবুক পেজে তুলে ধরেন ফ্যাব্রিজিও রোমানো। সেখানে কার্লো বলেন, ‘লা লিগা কেবলই বার্সেলোনার হাতে। এমনকি আমরা যদি রোববারে (এল ক্ল্যাসিকো) জিতিও, আমরা এক পয়েন্ট পিছিয়ে থাকব।’
চলতি মৌসুমে নিজ দলের শক্তিমত্তা আর বার্সার অবস্থা জানেন বলেই, আগে থেকে সতর্ক আনচেলত্তি। তার কথার প্রেক্ষিতে অনুমান করা যায়, বার্সা ম্যাচে বিশাল প্রত্যাশা নিয়ে নামবে না লস ব্লাংকোরা।
অনিশ্চিত খেলা ফুটবলে ঘটতে পারে যেকোনো কিছু। টানা চার ম্যাচে রিয়াল জয় ধরে রাখলে এবং বার্সা একাধিক ম্যাচে হারলে পাল্লা তখন ভারী হবে আনচেলত্তির শিষ্যদের দিকে।