পরিত্যক্ত নয়ডা টেস্ট, ২৬ বছর পর ক্রিকেটে এমন নজির
গ্রেটার নয়ডায় আফগানিস্তান বনাম নিউজিল্যান্ডের মধ্যকার টেস্ট ম্যাচটি শেষ পর্যন্ত মাঠেই গড়াল না। কোনো প্রকার বল তো দূরে টসও মাঠে গড়ানো সম্ভব হয়নি। আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) টেস্টের শেষ দিন এসে পরিত্যক্ত হলো ম্যাচটি।
দীর্ঘ ২৬ বছর পর ক্রিকেটে ক্রিকেটে ঘটল এমন নজির। এর আগে শেষবার ১৯৯৮ সালের ডিসেম্বরে ফায়সালাবাদে পাকিস্তান-জিম্বাবুয়ে টেস্টে টসই হয়নি। সেবার অবশ্য বৃষ্টি বাধা নয়, শীতের কুয়াশার কারণে মাঠে গড়ানি ম্যাচ। এ ছাড়া ১৪৭ বছরের ইতিহাসে মাত্র অষ্টমবার এমন নজির দেখল টেস্ট ক্রিকেট।
গত চারদিনের মতো যথারীতি আজও বৃষ্টি ছিল নয়ডায়। বৃষ্টির যখন থামে তখনও মাঠের অনেক অংশ ছিল পানির নিচে। ভেজা আউটফিল্ড শুকনো করার ব্যবস্থা নেই, পর্যাপ্ত মাঠকর্মী নেই আর সেই সঙ্গে মেঘলা আকাশ। শেষ পর্যন্ত আর এই মাঠে খেলা শুরু করা সম্ভব হলো না। তাই কোনো বল না গড়িয়েই পরিত্যক্ত হলো টেস্টটি।
প্রথম বার নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলার কথা ছিল আফগানিস্তানের। অন্য দিকে, শ্রীলঙ্কা এবং ভারতের বিরুদ্ধে উপমহাদেশে খেলার আগে এই ম্যাচ কিউইদের জন্য ছিল প্রস্তুতি পর্ব। কিন্তু সেই ম্যাচ খেলাই হল না।