বিয়ের পর এবার রেকর্ড গড়লেন এন্ড্রিক
নতুন মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম দিনেই মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। বর্তমান ও রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নরা মুখোমুখি হয়েছিল জার্মান ক্লাব স্টুটগার্টের। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে কার্লো আনচেলত্তির শিষ্যরা আসর শুরু করেছে জয় দিয়েই। স্টুটগার্টকে ৩-১ গোলে হারিয়ে আসরে শুভসূচনা করেছে মাদ্রিদ।
মাদ্রিদের জেতা ম্যাচে রেকর্ডের খাতায় নাম লিখেছেন তরুণ প্রতিভা এন্ড্রিক ফেলিপে। ম্যাচের ৯৫ মিনিটে (যোগ করা সময়ের পঞ্চম মিনিট) গোল করেন তিনি। তাতেই ইতিহাসের পাতায় নিজের নাম লেখালেন মাত্র দুদিন আগে বিয়ের পিঁড়িতে বসা ব্রাজিলিয়ান তারকা এন্ড্রিক। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে অভিষেক ম্যাচে সবচেয়ে কম বয়সে গোল করা ফুটবলার এখন তিনি।
গোল ডটকমের প্রতিবেদন মতে, এন্ড্রিক ভেঙেছেন ২৯ বছর পুরোনো রেকর্ড। আগেরটিও ছিল আরেক মাদ্রিদ তারকার। লস ব্লাংকো কিংবদন্তি রাউল গঞ্জালেস ১৯৯৫ সালে নিজের অভিষেক চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে গোল করেছিলেন। সে সময় রাউলের বয়স ছিল ১৮ বছর ১১৩ দিন। এন্ড্রিক গোল করেন ১৮ বছর ৫৮ দিন বয়সে।
ম্যাচ শেষে নিজের প্রথম গোল নিয়ে এন্ড্রিক বলেন, ‘বল পাওয়ার পর শুরুতে আমি ভেবেছিলাম ভিনিসিয়ুসকে পাস দেব। পরে দেখলাম, নিজেও তো শটটা নিতে পারি। সঙ্গে সঙ্গে নিলাম। তা জালেও ঢুকে গেল। ইতিহাসের অংশ হতে পেরে অবশ্যই ভালো লাগছে।’