বিশ্বকাপের আগে সতীর্থদের প্রশংসা অধিনায়ক জ্যোতির কণ্ঠে
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে বিশ্বকাপের প্রস্তুতি সেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। অক্টোবর থেকে শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টে অংশ নিতে ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছে বাংলাদেশ দল। আগামী ৩ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলার নারীদের বিশ্বকাপ অভিযান।
দেশ ছাড়ার আগে বিশ্বকাপ স্কোয়াডে থাকা সতীর্থদের নিয়ে কথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়ায় আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) প্রকাশিত হয়েছে জ্যোতির সাক্ষাৎকার। সেখানে নাহিদা, মুর্শিদা, স্বর্ণা, সুবহানাদের সামর্থ্যের প্রশংসা করেন বাংলাদেশ অধিনায়ক।
জ্যোতি বলেন, ‘নাহিদা আক্তার বাংলাদেশ তো বটেই, বিশ্বের অন্যতম সেরা লেগ স্পিনার। বাংলাদেশের সবচেয়ে ভরসার নাম সে। অনেকদূর যাওয়ার সম্ভাবনা আছে তার। বিশ্বকাপে আমাদের সম্পদ সে। দল যখন কঠিন পরিস্থিতিতে পড়ে, আমি তার হাতে বল তুলে দেই ভরসার জায়গা থেকে। মুর্শিদা খাতুন জাতীয় দলে অনেকদিন থেকে আছে। সে খুব স্টাইলিশ ব্যাটার। ধারাবাহিক পারফর্ম করার চেষ্টা করে। তার ব্যাটিংয়ে বেশ বৈচিত্র্য আছে।’
দলের আরও কয়েকজন সদস্যকে নিয়ে জ্যোতি বলেন, ‘আমাদের দলে স্বর্ণা আক্তার খুবই প্রতিভাবান একজন। সে তুলনামূলক কম অনুশীলন করে, তবে মাঠে ভালো প্রভাব রাখতে পারে। অল্প সময়ে দ্রুত রান তোলার ক্ষেত্রে এবং দরকারের সময় স্বর্ণা জ্বলে ওঠেন। সুবহানা মুস্তারি খুবই এনার্জেটিক একজন খেলোয়াড়। বড় মঞ্চে এখনও নিজেকে মেলে ধরার সুযোগ পায়নি। তবে, এখন পর্যন্ত যতটুক করেছে, তার সামর্থ্য এরচেয়ে বেশি।’
এ ছাড়া স্কোয়াডে থাকা বাকি সদস্যদের নিয়েও সাক্ষাৎকারে নিজের অভিমত জানান জ্যোতি। সবমিলিয়ে বিশ্বকাপে বাংলাদেশ ভালো করবে, এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।