বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার আগে ফটোসেশনে বাংলাদেশ নারী দল

দরজায় কড়া নাড়ছে নারী ওয়ানডে বিশ্বকাপ। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ভারতে শুরু হবে বিশ্বকাপ। টুর্নামেন্টে অংশ নিতে দেশ ছাড়ার আগে আজ সোমবার (২২ সেপ্টেম্বর) মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে হয়ে গেল আনুষ্ঠানিক ফটোসেশন। বিশ্বকাপে ভালো কিছু করার স্বপ্নই দেখছে দল।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানিয়েছেন নিজেদের প্রস্তুতির কথা। অনূর্ধ্ব-১৫ এর ছেলেদের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেললেও পারফরম্যান্স হয়নি আশানুরূপ। রাখঢাক রাখেননি জ্যোতি। নিজেদের ব্যর্থতা মেনে নিয়ে এগিয়ে যেতে চান সামনে।
জ্যোতি বলেন, ‘প্র্যাকটিসগুলো করেছি অনেক কঠিন পরিস্থিতিতে। আমি যে দলে খেলেছি, প্রস্তুতিটা ভালো হয়নি। একটা বড় টুর্নামেন্টের আগে আন্তর্জাতিক সিরিজ অবশ্যই প্রয়োজন। চেষ্টা তো করেছি, কিন্তু পাইনি। আদর্শ হয়নি হয়তোবা। কিন্তু, আমরা যতরকম ফ্যাসিলিটিস আগে, সব পেয়েছি। যেটা হয়নি, সেটা নিয়ে আমরা চিন্তা করছি না। আমরা যেভাবে প্রস্তুত হয়েছি, আমার কাছে মনে হয় খেলোয়াড় তাদের শতভাগ দেওয়ার চেষ্টা করেছে।’
১২ বছর পর নারী বিশ্বকাপের আসর বসছে ভারতের মাটিতে। ৩০ সেপ্টেম্বর বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারতের ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে টুর্নামেন্টটি। ফাইনাল অনুষ্ঠিত হবে ২ নভেম্বর।
বাংলাদেশের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ২ অক্টোবর। প্রতিপক্ষ পাকিস্তান। রাজনৈতিক কারণে ভারতে কোনো ম্যাচ খেলবে না পাকিস্তান। যে কারণে বাংলাদেশ ম্যাচটি খেলবে শ্রীলঙ্কায়, কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।