ফের অধিনায়কত্ব ছাড়লেন বাবর আজম
দ্বিতীয় দফায় অধিনায়কত্ব ছাড়লেন বাবর আজম। ব্যাটিংয়ে মনোযোগ দিতেই দায়িত্ব থেকে সরে দাঁড়ান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আজ বুধবার (২ অক্টোবর) পোস্ট করে বাবর নিজেই জানান বিষয়টি। অধিনায়ক হিসেব বাড়তি দায়িত্ব পালনে ব্যাটিং বাধাগ্রস্ত হচ্ছে বলে মনে করেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটার।
এই নিয়ে দ্বিতীয়বারের মতো পাকিস্তানের অধিনায়কত্ব ছাড়লেন বাবর। গত ওয়ানডে বিশ্বকাপে বাজে পারমরম্যান্সের কারণে তাকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেয় পিসিবি। এরপর চলতি বছর মার্চে ফের ওয়ানডে ও টি-টোয়েন্টির দায়িত্ব দেওয়া হয় বাবরকে। ছয় মাসের মাথায় এবার নিজে থেকেই সরে দাঁড়ালেন। টেস্টে পাকিস্তানকে নেতৃত্ব দিচ্ছেন শান মাসুদ।
নিজের এক্স হ্যান্ডেলে বাবর বলেন, ‘অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি আমি। গত মাসেই পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) ও টিমকে জানিয়েছি। পাকিস্তানকে নেতৃত্ব নেওয়া আমার কাছে ভীষণ সম্মানের। তবে, সময় এসেছে সরে দাঁড়ানোর। আমার ব্যাটিংয়ের প্রতি মনোযোগ দিতে হবে। সবার সমর্থনের জন্য ধন্যবাদ ও ভালোবাসা।’
বাবর তার পোস্টে আরও যোগ করেন, ‘আমরা একসঙ্গে যা অর্জন করেছি, তা নিয়ে গর্বিত। আশা করি আগামীতেও খেলোয়াড় হিসেবে দলে অবদান রাখতে পারব। অধিনায়কত্ব ছাড়ায় এখন নিজের প্রতি আরও ভালোভাবে নজর দিতে পারব আমি।’