ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ
সাদা পোশাকে ভারত সফরের শুরুটা হয়েছে দুঃস্বপ্নের মতো। ভারতের মাটিতে হোয়াইটওয়াশের সেই দুঃস্বপ্ন পেছনে ফেলে এবার টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। এই চ্যালেঞ্জ জয়ের লক্ষ্যে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। গোয়ালিয়রে ম্যাচটিতে টস হেরে আগে ব্যাটিংয়ে নাজমুল হোসেন শান্তর দল।
আজ রোববার (৬ অক্টোবর) মাধবরাও সিন্ধিয়া স্টেডিয়ামে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব।
ভারতের বিপক্ষে এই ম্যাচের মধ্য দিয়ে সাকিববিহীন টি-টোয়েন্টি যুগে প্রবেশ করল বাংলাদেশ। অবসর নেওয়ায় সংক্ষিপ্ত ফরম্যাটে আর দেখা যাবে না বিশ্বসেরা অলরাউন্ডারকে। বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে সুপার এইটে নিজের শেষ ম্যাচ খেলেছেন এই বাঁহাতি অলরাউন্ডার। সাকিব না থাকায় একাদশ সাজাতে বিপাকে পড়তে হয়েছে টিম ম্যানেজমেন্টকে।
ভারতের বিপক্ষে এখন পর্যন্ত খেলা ১৪টি ম্যাচের মধ্যে ১৩টিই হেরেছে বাংলাদেশ। একমাত্র জয়টি এসেছে ২০১৯ সালের ভারত সফরে। সেই সুখস্মৃতিকে পুঁজি করেই এবার বাজিমাত করতে চান চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।
সাকিব-মুশফিকদের মতো অভিজ্ঞরা না থাকায় দায়িত্বটা নিতে হবে তরুণদের। তরুণরা এই দায়িত্ব মাঠে কতটা নিতে পারেন সেটাই এখন দেখার অপেক্ষা। আপাতত প্রতিপক্ষের শক্তিমত্তা ও মাঠের কন্ডিশনের পরীক্ষায় পাস করাই মূল লক্ষ্য নাজমুল হোসেন শান্তদের।