সূর্যকুমারকে থামালেন মুস্তাফিজ
টি-টোয়েন্টিতে কেন ভারত বিশ্বসেরা, তা ভালোই টের পাচ্ছে বাংলাদেশ দল। শেষবার টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি লড়াইয়ে দারুণ লড়াই করলেও এবার ভারতের ব্যাটিং তাণ্ডবের সামনে দাঁড়াতেই পারছে না বাংলাদেশের বোলাররা। ব্যাট হাতে ঝড় তুলে ফিরলেন অধিনায়ক সূর্যকুমার যাদব। ১৪ বলে ২৯ রান করে মুস্তাফিজের বলে জাকের আলী অনিকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাজঘরে। যাদব বিদায় নিলেও রানের চাকা সচল স্বাগতিকদের। এরইমধ্যে দলীয় স্কোর ৭০ ছাড়িয়েছে দলটির।
উড়ন্ত শুরুর পর ফিরলেন অভিষেক
লক্ষ্যটা মাত্র ১২৮, এমন সহজ লক্ষ্য তাড়ায় উড়ন্ত শুরু করেছে স্বাগতিক ভারত। দুই ব্যাটার সানজু স্যামসন ও অভিষেক শর্মা ব্যাট হাতে দারুণ শুরু করেন। যদিও দলীয় ২৫ রানের মাথায় ৭ বলে ১৬ রান করে রানআউট হয়ে ফেরেন অভিষেক।
ব্যাটিং ব্যর্থতায় ১২৭ রানে থামল বাংলাদেশ
ভারতের বিপক্ষে পুরো টেস্ট সিরিজজুড়েই প্রশ্নবিদ্ধ হয়েছে বাংলাদেশের ব্যাটিং। বাজে শটে আউট হওয়া, বল না বুঝেই ব্যাট চালানোসহ অনেক অভিযোগই তোলা যায়। জার্সি বদলালেও বাংলাদেশের সেই ব্যাটিং দুর্দশা কাটেনি। গোয়ালিয়রে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ভারতকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিতে ব্যর্থ চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। আজ রোববার (৬ অক্টোবর) মাধবরাও সিন্ধিয়া স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ১৯.৫ ওভারে সব উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১২৭ রান তোলে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন মেহেদী হাসান মিরাজ।