ছেলের স্মৃতি ধরে রাখতে ফুটবল টুর্নামেন্ট বিএনপিনেতা বাবার

কুষ্টিয়ার মিরপুরে মোহাম্মদ হাসান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উদ্বোধন করছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন। ছবি : এনটিভি
কুষ্টিয়ার মিরপুরে মোহাম্মদ হাসান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে উপজেলার শাকদহচর মাদ্রাসা মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ছেলের স্মৃতি ধরে রাখতে ১০ বছর ধরে মোহাম্মদ হাসান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে আসছেন বিএনপিনেতা বাবা অ্যাডভোকেট বকুল আলি।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন।
খেলায় বামনগাড়ী বয়েজ ক্লাবকে ২-০ গোলে হারিয়ে শাকদহরচর ইটালিয়ান ক্লাব চাম্পিয়ন হয়। পরে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে পুরুস্কার ও নগদ অর্থ তুলে দেন অতিথিরা।
হাসান স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে খেলায় মোট ১৬টি দল অংশগ্রহণ করে।