১৪ বছর পর নারী বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ড
অবশেষে অপেক্ষা ঘুচল নিউজিল্যান্ডের। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ১৪ বছর পর ফাইনালে উঠেছে দেশটি। গতকাল শুক্রবার (১৮ অক্টোবর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ক্যারিবীয়দের ৮ রানে হারায় কিউইরা।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১২৮ রান করে নিউজিল্যান্ড। জবাবে ১২০ রানের বেশি করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে এই ওয়েস্ট ইন্ডিজের কাছে ৬ রানে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল নিউজিল্যান্ড। আট বছর পর তারই প্রতিশোধ নিল দলটি।
ওয়েস্ট ইন্ডিজের লাগাম টেনে ধরতে বল হাতে দুর্দান্ত ভূমিকা রাখেন এডেন কার্সন ও অ্যামেলিয়া কার। টপ থেকে মিডল অর্ডারে কাঁপন ধরান এই দুই বোলার। নিউজিল্যান্ডের চমৎকার বোলিং ছাপিয়ে দিয়েন্দ্রা ডট্টিন চোখ রাঙাচ্ছিলেন। তার ২২ বলে ৩ ছয়ে সাজানো ৩৩ রানের ইনিংস থামান কার। এরপর অ্যাফি ফ্লেচার (১৭*) ও জাইদা জেমসের (১৪) ক্যামিও ইনিংসে লড়াই ধরে রেখেছিল উইন্ডিজ। কিন্তু তা সাফল্য এনে দিতে পারেনি ক্যারিবিয়ানদের। ৮ উইকেটে ১২০ রানে থামে তারা।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৮ রান সংগ্রহ করেছিল নিউজিল্যান্ড। ২৮ বলে সুজি ব্যাটসের ২৬ এবং জর্জিয়া প্লিম্মারের ৩১ বলে ৩৩ রানের ইনিংসে ভালো শুরু পেয়েছিল কিউইরা। ৯ বলে ১৮ রান করে ব্রুকি হ্যালিডে আর ১৪ বলে ২০ রান করে ইসাবেলা গেজ রানের গতি বাড়ান। বাকিরা খুব একটা দ্যুতি ছড়াতে পারেননি। ক্যারিবীয়দের হয়ে দারুণ বোলিংয়ে ২২ রান খরচায় ৪ উইকেট তুলে নেন ডটিন।