চট্টগ্রাম টেস্টের আগে দলের কাছে যা চাইলেন নাঈম
প্রায় ৯ বছর আগে চট্টগ্রাম বিভাগের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষিক্ত হন নাঈম হাসান। চট্টগ্রামেরই সন্তান নাঈম বাংলাদেশ জাতীয় দলের জার্সি প্রথমবার গায়ে চাপান ২০১৮ সালে। এখন পর্যন্ত খেলেছেন ১১টি টেস্ট। সর্বশেষ খেলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান সিরিজের প্রথম টেস্টে।
ঢাকায় অনুষ্ঠিত ম্যাচটিতে বাংলাদেশ জেতেনি, নাঈমও ব্যর্থ বল হাতে। দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে চট্টগ্রামে, আগামীকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) থেকে। ঘরের মাঠ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ভালো করার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ দলের এই স্পিনার। দলের কাছে তার চাওয়া, সবাই যেন ভালো খেলে। নাহলে জেতা সম্ভব নয়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেওয়া এক ভিডিওতে নাঈম বলেন, ‘আসলে ভালো ক্রিকেট খেলতে হবে। জিততে হলে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—সব বিভাগেই ভালো করতে হবে। যার যা কাজ, তা ঠিকভাবে করতে হবে। আমাদের মনে রাখতে হবে, টেস্ট ম্যাচে ফল আসে পাঁচদিন পর। এই সময়টায় নিজেদের জায়গা থেকে সেরাটা দিতে পারলে ভালো ফলাফল আসবে।’
চট্টগ্রাম নাঈমের ঘরের মাঠ। হাতের তালুর মতো চেনা। এখানে তিনি ভালো করবেন, এমন প্রত্যাশা যেমন দলের তেমনি খোদ নাঈমেরও। চট্টগ্রামে ভালো কিছু করার ব্যাপারে এই স্পিনার নিজেও আত্মবিশ্বাসী।
নাঈম বলেন, ‘নিজের ঘরের মাঠে খেলতে ভালো লাগে। এখানে আগেও খেলেছি। অবশ্যই চাইব এখানে ভালো করতে। আমার ক্যারিয়ারের দুটি পাঁচ উইকেট আছে চট্টগ্রামে। সুযোগ পেলে চাইব আবারও ভালো করতে।’