সাগরিকায় দ্বিতীয় সেশনেও প্রোটিয়াদের শাসন
প্রথম সেশনে এক উইকেট নিয়েও বাংলাদেশ ছিল ব্যাকফুটে। লক্ষ্য ছিল দ্বিতীয় সেশনে ঘুরে দাঁড়ানোর। কিন্তু সেই লক্ষ্যও ভেস্তে দিলেন দুই প্রোটিয়া ব্যাটার টনি ডি জর্জি ও ত্রিস্তান স্টাবস। দুজনের শক্ত জুটিতে দলীয় দুইশত রান পেরিয়া যায় দক্ষিণ আফ্রিকা। টনি ডি জর্জি নিজেও চলে যান তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগারে। সব মিলিয়ে সাগরিকায় টেস্টের দ্বিতীয় সেশনেও শাসন চলল দক্ষিণ আফ্রিকার।
চট্টগ্রামে এক উইকেটে ২০৫ নিয়ে দ্বিতীয় সেশন শেষ করে দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে প্রথম সেশনে ২৮ ওভারে রান এসেছিল ১০৫। দ্বিতীয় সেশনে ২৭ ওভারে উঠল ৯৬ রান। জর্জি সেঞ্চুরি তুলে নেন ১৪৬ বলে। শতরান পেরিয়ে ছুটছেন তিনি। আরেক ব্যাটার স্টার্বসও ছুটছেন সেঞ্চুরি ছোঁয়ার আশায়।
অথচ দুজনের ইনিংস শুরুতেই শেষ হতে পারতো। কিন্তু দুজনতেই জীবন দেন বাংলাদেশের ফিল্ডাররা। দিনের শুরুতে সকালে ৬ রানে টনি ডি জর্জির ক্যাচ মিস করেন মাহিদুল ইসলাম অঙ্কন। এরপর অভিষিক্ত এই কিপার পরে ২৫ রানে স্টাম্পিং করতে পারেননি স্টাবসকে।
বাংলাদেশের চাপ বাড়াচ্ছে দ. আফ্রিকা
প্রথম সেশনে খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ। চারজন বোলার মিলে পুরো ২৮ ওভারে চেষ্টাও পারেনি দক্ষিণ আফ্রিকার টপ অর্ডার ভাঙতে। মাত্র এক উইকেট হারিয়ে শক্ত জুটিতে প্রতিরোধ গড়ে তুলেছে দক্ষিণ আফ্রিকা। টনি ডি জর্জি ও ত্রিস্তান স্টাবসের শক্ত জুটিতে দ্বিতীয় সেশনেও চলছে প্রোটিয়াদের দাপট। দুই জুটির আধিপত্যে চাপ বাড়ছে বাংলাদেশের। এরই মধ্যে দলীয় রান দেড়শ ছাড়িয়ে গেছে অতিথিদের।
তাইজুলের হাত ধরে এলো দিনের প্রথম সাফল্য
ইনিংসের ১৭ ওভারের মধ্যে চার বোলারকে ব্যবহার করেছে বাংলাদেশ। তবু, উইকেট ধরা দিচ্ছিল না। ১৮তম ওভারে তাইজুলের হাত ধরে সকালে প্রথমবার উল্লাসের সুযোগ পেল বাংলাদেশ। তাইজুলের স্লো ডেলিভারিতে এগিয়ে এসে পুল করতে যান দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এইডেন মার্করাম। কিন্তু, নিচু হয়ে যাওয়া বল খুব বেশিদূর যাওয়ার আগেই তালুবন্দি করেন মুমিনুল হক। ৬৯ রানে ভাঙে প্রোটিয়াদের ওপেনিং জুটি।
আউট হওয়ার আগে মার্করামের ব্যাট থেকে আসে ৩৩ রান। টনি ডি জর্জিকে সঙ্গ দিতে সফরকারীদের পক্ষে ক্রিজে আছেন ত্রিস্তান স্টাবস।
বল হাতে বিবর্ণ শুরু বাংলাদেশের
টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তও চেয়েছিলেন ব্যাটিং নিতে। টস জিতলে ব্যাটিং নিতেন, তা অকপটে বলেছেন। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের এই পিচে প্রথম সকালে ব্যাটিংটা তুলনামূলক সহজ। যার মানে দাঁড়ায়, বোলারদের জন্য উইকেট তোলা কঠিন। দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে প্রোটিয়াদের মুখোমুখি হয়েছে স্বাগতিক বাংলাদেশ।
আগে ব্যাটিং নিয়ে বাংলাদেশকে বেশ ভালো পরীক্ষায় ফেলেছেন প্রোটিয়া ওপেনাররা। দুই ওপেনার টনি ডি জর্জি ও অধিনায়ক এইডেন মার্করাম মিলে পার করেছেন ১০ ওভার, কোনো ঝুঁকি ছাড়াই। ইতোমধ্যে তিন বোলারকে ব্যবহার করেছেন বাংলাদেশ অধিনায়ক। তবে, উইকেটের দেখা নেই। ওপেনিং জুটিতে সফরকারীরা পার করেছে ৫০ রানের ঘর।