তাইজুলের বোলিং ছাপিয়ে প্রথম সেশনে প্রোটিয়াদের রানের পাহাড়
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে লড়াই হয়েছে সমানে সমান। দক্ষিণ আফ্রিকা রান তুলেছে, বাংলাদেশি স্পিনার তাইজুল ইসলামও পেয়েছেন তিন উইকেট। এই লড়াই ছাপিয়েও বাংলাদেশকে চোখ রাঙাচ্ছে দক্ষিণ আফ্রিকার রানের পাহাড়। কারণ প্রথম দিনই রানের ভিত শক্ত করে নিয়েছে প্রোটিয়ারা। সেই সঙ্গে আজ বুধবার প্রথম সেশনে তিন উইকেট হারিয়ে স্কোরবোর্ডে যোগ করেছে ২৯ ওভারে ১০৬ রান।
প্রোটিয়াদের মোট দলীয় সংগ্রহ ৫ উইকেটে ৪১৩ রান। লাঞ্চের পর এই সংগ্রহ বাড়িয়ে নিতে তাদের হাতে আছে আরও ৫ উইকেট। অন্যদিকে গতকাল দুই উইকেট পাওয়া তাইজুল আজ তিনটি নিয়ে নিজের ফাইফার পূরণ করেছেন। এর আগে সিরিজের প্রথম টেস্টেও ৮ উইকেট নিয়েছিলেন এই স্পিনার।
তাইজুলের ফাইফারে ভাঙল প্রোটিয়াদের প্রতিরোধ
প্রথম দিনের মতো দ্বিতীয় দিনও চট্টগ্রামে চলছিল দক্ষিণ আফ্রিকার শাসন। বিশেষ করে টনি ডি জর্জি হয়ে উঠেছিল অপ্রতিরোধ! অবশেষে তার প্রতিরোধ ভাঙতে পেরেছে বাংলাদেশ। তার সঙ্গে থাকা ডেবিড বেলিংহ্যামকেও বিদায় করেছে বাংলাদেশ। জোড়া উইকেট নিয়ে বাংলাদেশ শিবিরে কিছুটা হলেও স্বস্তি ফিরিয়েছেন তাইজুল ইসলাম।
আজ বুধবার দ্বিতীয় দিনের প্রথম ঘণ্টা নিশ্চিন্তে উইকেটে পার করে দেন ডি জর্জি ও বেলিংহ্যাম। অবশেষে লাঞ্চের আগে দুজনকে বিদায় করেন তাইজুল। প্রথমে বেলিংহ্যামকে ৫৯ রানে বোল্ড করে মাঠছাড়া করেন তাইজুল। ৭৮ বল খেলে সাজঘরে যান বেলিংহ্যাম, তার বিদায়ে ভাঙে ১১৬ রানের জুটি।
এরপর জর্জিকে থামান তাইজুল। এলবির ফাঁদে ফেলে জর্জির উইকেট নেন এই স্পিনার। মূলত তাইজুলের মিডল–লেগ স্টাম্প বরাবর করা বলটিতে সুইপ করতে গিয়ে ধরা পড়েন জর্জি। ওই বল গিয়ে লাগে জর্জির প্যাডে। সঙ্গে সঙ্গে আবেদন তোলেন তাইজুল। তাতে সাড়া দেন আম্পায়ারও। ২৬৮ বলে ১৭৭ রান করে ফিরে যান এই প্রোটিয়া ওপেনার। তার ফিরে যাওয়ার পর উইকেটে আসা কাইল ভেরেইনাকেও একই কায়দায় বিদায় করেন তাইজুল। শূন্যতে তাকে বিদায় করেন নিজের ফাইফার পূরণ করেন বাংলাদেশি স্পিনার। ৩৯১ রানে এখন পর্যন্ত ৫ উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।
বড় সংগ্রহের পথে দ.আফ্রিকা, চাপ বাংলাদেশ
টেস্টের প্রথম দিন পুরোটা সময় ব্যাট করেছেন টনি ডি জর্জি। গোটা দিনে বাংলাদেশের পাঁচ বোলার মিলেও ভাঙতে পারেননি তার প্রতিরোধ। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও অপ্রতিরোধ্য ডি জর্জি। দিনের প্রথম ঘণ্টাতেই ব্যক্তিগত রান দেড়শ ছাপিয়ে গেছেন তিনি। ইতোমধ্যে দলীয় সাড়ে তিনশও ছাড়িয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। ডি জর্জির ব্যাটে বড় সংগ্রহের পথে হাঁটছে অতিথিরা। তাতে ক্রমেই চাপ বাড়ছে বাংলাদেশের।
এই প্রতিবেদন লেখার সময় প্রোটিয়াদের স্কোরবোডে রান ৩৬৬। আর ১৬৬ রানে ব্যাট করছেন ডি জর্জি। তার সঙ্গে থাকা ডেভিড বেডিংহ্যাম ছুঁয়ে ফেলেছেন ব্যক্তিগত অর্ধশতক।
দ. আফ্রিকার ব্যাটিং দূর্গ ভাঙার লক্ষ্যে লড়াইয়ে বাংলাদেশ
চট্টগ্রাম টেস্টের প্রথম দিন পুরোটাই নিজেদের দখলে রেখেছে দক্ষিণ আফ্রিকা। টনি ডি জর্জি ও ত্রিস্তান স্টাবসের শক্ত জুটিতে গড়েছে রানের পাহাড়। দিন শেষে স্টাবস ফিরলেও উইকেট আগলে রেখেছেন জর্জি। তার ব্যাটে ভর করে রানের গতি আরো বাড়িয়ে নেওয়ার প্রত্যাশা প্রোটিয়াদের। ম্যাচে ফিরতে বাংলাদেশেরও লক্ষ্য দ্রুত দক্ষিণ আফ্রিকাকে অলআউট করা। দুদলের দুই ভিন্ন লক্ষ্য নিয়ে শুরু হলো চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন।
প্রথম দিন ৮১ ওভারে দুই উইকেটে স্কোরবোর্ডে ৩০৭ রান নিয়ে দিন শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। সেই রান এবার বাড়িয়ে নিতে আজ বুধবার (৩০ অক্টোবর) দ্বিতীয় দিনের লড়াইয়ে নামে প্রোটিয়ারা।