বাংলাদেশের ওপর রানের বোঝা চাপিয়ে প্রোটিয়াদের ইনিংস ঘোষণা
প্রায় সাড়ে পাঁচ সেশন বাংলাদেশি বোলারদের নাকানি-চুবানি খাইয়েছে দক্ষিণ আফ্রিকা। অবশেষে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের শেষ সেশনে এসে ইনিংস ঘোষণা করল প্রোটিয়ারা। উইয়ান মাল্ডারের সেঞ্চুরির পর আর ব্যাটিং এগিয়ে নেয়নি সফরকারীরা। ১৪৪.২ ওভারে ছয় উইকেটে ৫৭৫ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে তারা।
৪২৩ রানে ষষ্ঠ উইকেট হারানোর পর সপ্তম উইকেটে ১৪০ রানের অবিচ্ছিনন্ন জুটি আসে মাল্ডার ও সিনুরান মুথুসামির ব্যাট থেকে। মুথুসামি অপরাজিত থাকেন ৭০ রানে। মাল্ডার তুলে নেন ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি, ১৫০ বলে ১০৫ রানে অপরাজিত তিনি। এর আগে এই ইনিংসে প্রোটিয়াদের আরও দুজন পেয়েছেন শতরানের দেখা। টনি ডি জর্জি ১৭৭ এবং তিওস্তান স্টাবস করেন ১০৬ রান।
বাংলাদেশের পক্ষে তাইজুল ইসলাম তুলে নেন সর্বোচ্চ পাঁচ উইকেট। বিনিময়ে অবশ্য দিয়েছেন ১৯৮ রান। নাহিদ রানা ৮৩ রানে পান এক উইকেট।
প্রথম দিন ৮১ ওভারে দুই উইকেটে স্কোরবোর্ডে ৩০৭ রান নিয়ে দিন শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। সেই রান এবার বাড়িয়ে নিতে আজ বুধবার (৩০ অক্টোবর) দ্বিতীয় দিনের লড়াইয়ে নেমেছিল প্রোটিয়ারা। দিনজুড়ে বাংলাদেশ লাগাম টানতে পারেনি তাদের ব্যাটিংয়ে। এক তাইজুল ছাড়া বল হাতে সাফল্যের দেখা পাননি কেউই।
সংক্ষিপ্ত স্কোর
প্রথম ইনিংস শেষে দক্ষিণ আফ্রিকা : ১৪৪.২ ওভারে ৫৭৫/৬ ডিক্লে. (মার্করাম ৩৩, টনি ১৭৭, স্টাবস ১০৬, বেডিংহাম ৫৯, রিকেলটন ১২, ভেরেইন ০, মাল্ডার ১০৩* মুথুসামি ৭০*; হাসান ২৩-১-৮৩-০, নাহিদ ২৪-২-৮৩-১,তাইজুল ৫২.২-৫-১৯৬-৫, মিরাজ ৩৯-২-১৭১-০, মুমিনুল ৪-০-১৫-০, জয় ২-০-১৪-০)