অপ্রতিরোধ্য বার্সা হারাল নগর প্রতিদ্বন্দ্বীদের
লা লিগায় অপ্রতিরোধ্য হয়ে উঠেছে বার্সেলোনা। এল ক্ল্যাসিকোতে রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দেয় ৪-০ গোলের বিশাল ব্যবধানে। এবার জিতল ডার্বি ম্যাচ। নগর প্রতিদ্বন্দ্বী এস্পানিওলকে রোববার (৩ নভেম্বর) রাতে ৩-১ গোলে হারিয়ে লিগের শীর্ষস্থান আরও মজবুত করেছে কাতালানরা।
ঘরের মাঠ অলিম্পিক লুইস কোম্পানিতে শুরু থেকে আগ্রাসী বার্সেলোনা। তিন গোলের তিনটিই এসেছে প্রথমার্ধে। শুরুটা করেন দানি ওলমো। ১২ মিনিটে তার গোলে এগিয়ে যায় হ্যানসি ফ্লিকের শিষ্যরা। ২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া। ৩১ মিনিটে নিজের দ্বিতীয় গোল পান ওলমো। বার্সা এগিয়ে যায় ৩-০ গোলে।
বিরতির পর কিছুটা সহজভাবে খেলে বার্সা। বেশ কয়েকটি সুযোগ তৈরি হলেও কাজে লাগেনি সেসব। উল্টো ৬৩ মিনিটে একটি গোল শোধ করে এসপানিওলের। জাভি পুয়াদো দলের ব্যবধান কমান। এরপর অবশ্য গোল পায়নি দুদলের কেউই। জয়ের ব্যবধান তাই রয়ে যায় ৩-১।
এ জয়ে লা লিগায় ১২ ম্যাচ শেষে বার্সার পয়েন্ট ৩৩। ১১ জয়ের বিপরীতে হেরেছে মোটে একটি ম্যাচ। দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের সংগ্রহ ১১ ম্যাচে ২৪ পয়েন্ট। বেশ পিছিয়ে আছে কাতালানদের চেয়ে।