জাপান ও কোরিয়া সফরে যাচ্ছে বার্সেলোনা

নতুন মৌসুম শুরুর আগে নিজেদের ঝালিয়ে নিতে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচ খেলছে ইউরোপের ক্লাবগুলো। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনারও চলতি মাসে জাপানের ক্লাব ভিসেল কোবের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রাক-মৌসুম প্রস্তুতি শুরুর কথা ছিল। কিন্তু হঠাৎ করেই জাপান সফর বাতিলের কথা জানায় বার্সা।
সেই সিদ্ধান্তের একদিন পরে আজ শুক্রবার (২৫ জুলাই) আবারও সিদ্ধান্ত পরিবর্তন করল বার্সা। এক বিবৃতিতে ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়েছে, জাপান সফরে যাচ্ছে বার্সেলোনা। স্থানীয় সময় আজ সকালে জাপানের উদ্দেশ্যে রওয়ানাও দিয়েছে কাতালানরা।
মূলত সম্প্রচারকারী প্রতিষ্ঠান চুক্তির শর্ত লঙ্ঘন করায় জাপান সফর বাতিলের সিদ্ধান্ত নেয় বার্সেলোনা। এক বিবৃতিতে ক্লাবটি জানিয়েছিল, প্রমোটরের পক্ষ থেকে গুরুতর চুক্তি লঙ্ঘনের কারণে আগামী রোববার জাপানের বিপক্ষে যে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তা বাতিল করা হলো।
সম্প্রচারকারী প্রতিষ্ঠানের সঙ্গে সেই ঝামেলা মিটিয়ে জাপান সফরে গেল বার্সেলোনা। সে সময় দক্ষিণ কোরিয়া সফর নিয়েও শঙ্কা তৈরি হয়েছিল। তবে সেই শঙ্কাও কেটে গেছে। জাপান সফর শেষে দক্ষিণ কোরিয়া সফর করবে বার্সেলোনা।
প্রসঙ্গত, আগামী ২৭ জুলাই জে-লিগের ক্লাব ভিসেল কোবের বিপক্ষে ম্যাচ খেলবে বার্সেলোনা। এরপর ৩১ জুলাই দক্ষিণ কোরিয়া সফরে এফসি সিউল ও ৪ আগস্ট দায়েগু এফসির বিপক্ষে ম্যাচ খেলবে বার্সেলোনা।