দ্বিতীয় ম্যাচের আগে মুশফিককে নিয়ে আফসোস ঝরল মিরাজের মুখে
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে অপ্রত্যাশিত হারে বেড়েছে বাংলাদেশ দলের চাপ। টানা ব্যর্থতায় দলের আত্মবিশ্বাসেও ধরেছে ফাটল। গত ম্যাচে জয়ের সুবাস পেতে পেতেও হারের তিক্ততা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে শান্দ-মিরাজদের। এর মধ্যে বাংলাদেশ দল হারিয়েছে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমকে। চোটের কারণে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেছেন তিনি।
মুশফিকের না থাকা দলের জন্য ক্ষতি মনে মনে করেন মেহেদী হাসান মিরাজ। শারজায় আজ শুক্রবার (৮ নভেম্বর) গণমাধ্যমের মুখোমুখি হন মিরাজ। সিরিজে দ্বিতীয় ওয়ানডে আগামীকাল। এর আগে আজ অনুশীলনে পর মিরাজ জানান, মুশফিকের না থাকা দুঃখজনক। তিনি যেভাবে ক্রিকেট খেলেন সেটি অসাধারণ।
অলরাউন্ডার মিরাজ বলেন, ‘মুশফিকের চোট আমাদের কাছে দুঃখজনক। মুশফিক দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ ব্যক্তি, সেটি আমরা সবাই জানি। তিনি যেভাবে ক্রিকেট খেলেন, দেশকে সার্ভিস দিয়ে গেছেন, সেটি অসাধারণ।’
অভিজ্ঞ তারকা মুশফিক নেই। তিন ম্যাচ সিরিজে ১-০ তে পিছিয়ে বাংলাদেশ। তবে, মিরাজের বিশ্বাস দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। সুদীর্ঘ সময় পর (২৯ বছর) শারজায় ওয়ানডে খেলেছে বাংলাদেশ। মিরাজ জানালেন, এত সময় পর খেলা। প্রথম ম্যাচ খেলে মাঠ সম্পর্কে ধারণা পেয়েছে বাংলাদেশ। পরের ম্যাচে যা কাজে দেবে।