শান্ত-মুশফিক নেই, আজ হাল ধরতে পারেন যারা
আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচটি পরিণত হয়েছে অলিখিত ফাইনালে। এমন ম্যাচের আগেই কি না বাংলাদেশ পাচ্ছে না অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। শান্তর আগে সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন মুশফিকুর রহিম। দুই অভিজ্ঞ ব্যাটারের অনুপস্থিতি বাংলাদেশ দলের ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে।
আফগানদের কাছে সর্বশেষ সিরিজেও হেরেছিল বাংলাদেশ। সেটি আবার ঘরের মাঠে। চলমান সিরিজটি হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। যেটি আফগানদের অলিখিত হোম ভেন্যু। সেখানে শেষ ম্যাচটি জিতে আজ সোমবার (১১ নভেম্বর) সিরিজ নিজেদের করতে চাইবে স্বাগতিকরা। মরণ কামড় দিতে প্রস্তুত রশিদ-নবীদের দল। সিরিজ এখন ১-১ সমতায়।
বাংলাদেশের ব্যাটিং লাইনআপ এমনিতেই নড়বড়ে। আফগানদের সঙ্গে প্রথম ম্যাচে যার প্রতিফলন দেখা গেছে। মাশুল দিতে হয়েছে ম্যাচ হেরে। দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ম্যাচ জেতে দাপটের সঙ্গে। সবচেয়ে বড় কথা, ফিরেছে আত্মবিশ্বাস। বিশেষত, দ্বিতীয় ম্যাচে শান্তর ৭৬ রানের ইনিংসটি দলের জ্বালানি। অধিনায়কের গড়ে দেওয়া ভিত শেষদিকে মজবুত করেন গত ম্যাচে অভিষিক্ত জাকের আলী অনিক। তাকে দারুণ সঙ্গ দেন গত বছর ওয়ানডে বিশ্বকাপের পর প্রথমবার এই ফরম্যাটে খেলতে নামা নাসুম আহমেদ।
শারজায় দ্বিতীয় ওয়ানডেতে জাকেরের ব্যাট থেকে আসে ২৭ বলে অপরাজিত ৩৭ রান। বোলার হয়েও নাসুম খেলেন ২৪ বলে ২৫ রানের সময়োপযোগী ইনিংস। যাতে বাংলাদেশ পার করে আড়াইশ রানের ঘর। স্বস্তির খবর, গত ম্যাচে টপ অর্ডারের ব্যাটে রান ছিল। সৌম্য সরকারের ৩৫, তানজিদ তামিমের ঝড়ো ২২ রান (১৭ বলে) স্বস্তি ফিরিয়েছে বাংলাদেশ শিবিরে।
আজকের ম্যাচেও তাই চোখ থাকবে টপ অর্ডারের ওপর। ছন্দে ফেরা শান্ত নেই, তাই বাড়তি দায়িত্ব নিতে হবে ওপেনারদের। মিডল অর্ডারে মিরাজ, হৃদয় ও মাহমুদউল্লাহকে নিতে হবে বাড়তি দায়িত্ব। মুশফিকের শূন্যতা জাকের পূরণ করেছেন। এই ম্যাচে আবারও ফিনিশিংয়ে তার ব্যাটে প্রত্যাশা থাকবে সফরকারী বাংলাদেশের। যার যার জায়গা থেকে সবাই দায়িত্ব নিয়ে খেললেও শান্তর শূন্যতাও পূরণ করা আত্মবিশ্বাসী বাংলাদেশের জন্য কঠিন হওয়ার কথা নয়।