ভুল স্বীকার করে দ্বিতীয় ম্যাচ নিয়ে আশাবাদী মিরাজ
প্রথম ওয়ানডেতে বোলাররা নিজেদের কাজটা ঠিকঠাক করেছিলেন। দারুণ বোলিংয়ে লক্ষ্যটা এনে দিয়েছেন হাতের নাগালে। আফগানিস্তানকে থামিয়ে দিয়েছে মাত্র ২৩৫ রানে। ওয়ানডে ক্রিকেটে যা মামুলিই বলা চলে। কিন্তু এই সহজ টার্গেটও টপকাতে পারেনি বাংলাদেশ। উল্টো আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল দেখাল সহজ ম্যাচ কীভাবে কঠিন করে হারা যায়!
অথচ, রান তাড়ার শুরুটাও এমন ছিল না। নাজমুল হোসেন শান্ত উইকেটে থিতু হয়েছেন। মেহেদী হাসান মিরাজও থিতু হয়েছেন। কিন্তু দুজনের একজনও বাংলাদেশকে এনে দিতে পারলেন না সাফল্য। বরং থিতু হয়ে দুজনেই প্রতিপক্ষকে উইকেট উপহার দিয়ে ফিরেছেন সাজঘরে। এরপরের গল্পটা আরও ভয়াবহ। মাত্র ১১ রান তুলতেই বাংলাদেশ হারিয়ে ফেলে ৭ উইকেট। ১৩২ রান থেকে ১৪৩ এ যেতেই উইকেট হারানোর হাইলাইটস দেখায় লাল-সবুজের দল। এ যেন কে কার আগে আউট হবেন সেই প্রতিযোগিতা ছিল! যার ফলাফল ৯২ রানের বড় পরাজয়।
অমন হারের পরও দ্বিতীয় ম্যাচের আগে আশা দেখছেন মিরাজ। নিজেদের ভুল স্বীকার করে আজ শুক্রবার (৮ নভেম্বর) শারজাতে সেই গল্পই শোনালেন তিনি।
অভিজ্ঞ এই অলরাউন্ডার বলেন, ‘দেখুন ওই সময়ে আমরা ভুল করেছি। শান্তও ভুল করেছে। আমরা এটা নিয়ে কথা বলেছি। এই উইকেটে আমার মনে হয় সেট ব্যাটসম্যানদের (ম্যাচ) শেষ করা উচিত ছিল। এটা অবশ্যই আমি ও শান্ত দুজনেই ভুল করেছি।’
মিরাজ বলেন, ‘আমাদের এখনো সুযোগ আছে। একটা ম্যাচ হেরেছি, এখনো দুটি ম্যাচ আছে। দুটি ম্যাচ চিন্তা না করে পরের ম্যাচটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যেহেতু আমরা একটু ব্যাকফুটে আছি।’