শততম ম্যাচের আগে চ্যালেঞ্জের সামনে মিরাজ
নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে শেষ ওয়ানডেতে অধিনায়কত্ব করবেন মেহেদী হাসান মিরাজ। সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশকে জিততেই হবে। ১-১ সমতায় থাকা সিরিজের শেষ ম্যাচের আগে মিরাজ দাঁড়িয়ে আছেন দারুণ এক অর্জনের সামনে। আফগানিস্তানের বিপক্ষে আজ সোমবার (১১ নভেম্বর) মাঠে নামলে মিরাজ খেলবেন তার শততম ওয়ানডে ম্যাচ। ১৩তম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই ক্লাবে প্রবেশ করবেন তিনি।
২০১৭ সালে ডাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে একদিনের ক্রিকেটে অভিষিক্ত হন মিরাজ। অভিষেকের পর থেকে দলের অন্যতম ভরসা হয়ে ওঠেন তিনি। সাকিব আল হাসানের মতো বিশ্বসেরা অলরাউন্ডারের ছায়ায় থেকেও মিরাজ ছিলেন আপন আলোয় উজ্জ্বল। এখন তো তিনিই দলের সবচেয়ে বড় অলরাউন্ডার।
৯৯ ওয়ানডেতে ব্যাট ও বল হাতে মিরাজ রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ব্যাট হাতে এক হাজার ৩৮১ রান করেন তিনি। দুইটি সেঞ্চুরি ও তিনটি হাফসেঞ্চুরিতে ২৩.৪০ গড় ও ৭৭.৪৫ স্ট্রাইক রেটে এই রান করেন তিনি। বল হাতেও ছড়িয়েছেন আলো। ৩৪.৮৩ গড় ও ৪.৭৮ ইকোনমিতে ১০৮ উইকেট নিয়েছেন এই স্পিনার। ব্যাটিং, বোলিংয়ের সঙ্গে ফিল্ডিংয়েও নিজেকে প্রমাণ করেছেন মিরাজ। নিয়েছেন ৪০টি ক্যাচ।
আজকের ম্যাচটি মিরাজের কাছে নিঃসন্দেহে বিশেষ। একে তো চ্যালেঞ্জিং ম্যাচ, তার ওপর অধিনায়কত্ব। ব্যক্তিগত অর্জনের ম্যাচে এত দায়িত্ব নিয়ে তিনি নিশ্চয়ই চাইবেন দিনটি স্মরণীয় করে রাখতে।