সাকিবের অলরাউন্ড পারফর্ম ছাপিয়ে হারল বাংলা টাইগার্স
আবুধাবি টি–টেন ক্রিকেটে শুরুটা মোটে ভালো হয়নি বাংলা টাইগার্সের। বাংলাদেশি তারকা সাকিব আল হাসানের নেতৃত্বে শুরুটা হার দিয়ে হয়েছে টাইগার্সের। এবার দ্বিতীয় ম্যাচেও হার দেখল দলটি। অধিনায়ক সাকিব অলরাউন্ড পারফর্ম করেও রক্ষা করতে পারলেন না দলকে। তার পারফর্ম ছাপিয়ে টানা দ্বিতীয় হারের মুখ দেখল বাংলা টাইগার্স।
টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ শনিবার (২৩ নভেম্বর) নিউইয়র্ক স্ট্রাইকার্সের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলা টাইগার্স। প্রথম দুই ম্যাচের দুটিতেই হেরে পয়েন্ট তালিকায় সবার নিচে আছে সাকিবের দল।
ম্যাচটিতে আগে ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে ৮ উইকেটে ৬৬ রান করে বাংলা টাইগার্স। যার জবাব দিতে নেমে ৬ ওভারেই ৩ উইকেট হারিয়ে জিতে যায় নিউইয়র্ক স্ট্রাইকার্স।
দল হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন সাকিব। ১২ বলে দলের দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান করেছেন তিনি। বল হাতেও ছিলেন দারুণ। বল হাতে ১ ওভারে ১ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট বাংলাদেশি তারকা। তবে, তার ব্যাটিং-বোলিং ছাপিয়ে বাংলা টাইগার্স দেখল দ্বিতীয় হারের মুখ।