দারুণ বোলিংয়ের পরও প্রথম সেশনে ২৪২ রানে পিছিয়ে বাংলাদেশ
মিকাইল লুইয়ের পর কিসি কার্টিসকে বিদায় করে হাওয়ায় ভাসেন তাসকিন আহমেদ। এই উইকেটে আনন্দে এক উইকেট নিয়ে যোগ দেক শরিফুল ইসলাম। দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ৩৯ রানে তিন উইকেট নিয়েও বিপদে ফেলতে পারেনি বাংলাদেশ। বরং প্রথম সেশন শেষে শক্ত অবস্থানেই আছে ক্যারিবীয়রা।
অবশ্য থাকবেই বা না কেন? প্রথম সেশন থেকেই যে তার লিড পেয়েছে ১৮১ রান। সেই রানের সঙ্গে প্রথম দেশনে যোগ করেছে ৬১ রান। সবমিলিয়ে অ্যান্টিগা টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশন শেষে ওয়েস্ট ইন্ডিজের লিড দাঁড়িয়েছে ২৪২ রানে। উইকেটে ১৬ রানে অপরাজিত আলিক। তার সাথে ১০ রানে ব্যাট করছেন কেভিম হজ।
প্রথম সেশনে বাংলাদেশের হয়ে জোড়া উইকেট নেওয়া তাসকিন দিয়েছেন ২৬ রান। আর ৯ রান দিয়ে শরিফুল নিয়েছেন একটি শিকার।
২০০ ছাড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ, বিপদ বাড়ছে বাংলাদেশের
প্রথম ইনিংসে পেয়েছে ১৮১ রানের লিড। দ্বিতীয় ইনিংসে নেমেও দারুণ শুরু। সবমিলিয়ে ২০০ ছাড়িয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের লিড। স্বাগতিকদের লিড বাড়ার সঙ্গে সঙ্গে বিপদ বাড়ছে বাংলাদেশেরও। নিজেদের রান আরও দ্রুত বাড়িয়ে নেবার চেষ্টায় ক্যারিবীয়রা। অন্যদিকে বাংলাদেশের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে যত দ্রুত সম্ভব থামানো।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজের মাত্র কেবল একটি উইকেট নিতে পেরেছে বাংলাদেশ। দলীয় ২৫ রানে মাইকেল লুইসকে বিদায় করেন তাসকিন আহমেদ। ৮ রানে সাজঘরে ফেরা লুইসকে হারানোর পরও ঘুরে দাঁড়িয়েছে ক্যারিবীয়রা।
২৬৯ রানেই ইনিংস ঘোষণা বাংলাদেশের
ব্যাটিং ব্যর্থতা বাংলাদেশের নিত্যসঙ্গী। টানা চার সিরিজ হারার পর অ্যান্টিগাতেও একই ব্যর্থতার বৃত্তে আটকা বাংলাদেশ। ব্যাটারদের ভরাডুবির পর আজ সোমবার (২৫ অক্টোবর) কঠিন চ্যালেঞ্জ নিয়ে চতুর্থ দিনের লড়াইয়ে নেমেছে বাংলাদেশ।
আজ ১৮১ রানে পিছিয়ে থেকে ব্যাটিং করতে নামার কথা বাংলাদেশের। উইকেটে ছিলেন শেষ দুই ব্যাটার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। দুই বোলার এখন বাংলাদেশকে কিছুটা টানতে পারেন কিনা সেটাই দেখার ছিল।কিন্তু সবাইকে অবাক করে দিয়ে বাংলাদেশ তাসকিন-শরিফুলকে ব্যাটিংয়ে নামায়নি। বরং আগের দিনের ২৬৯ রানেই ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ।
আলোকস্বল্পতা কারণে গতকাল তৃতীয় দিনও আগেভাগে শেষ লড়াই। তাতে ৭৮ ওভার ব্যাট করে দিন শেষে বাংলাদেশ তোলে ৯ উইকেটে ২৬৯ রান। দিন শেষে উইকেটে ১১রানে ছিলেন তাসকিন আহমেদ ও ৫ রানে অপরাজিত শরিফুল আহমেদ। ১৮১ রানে পিছিয়ে থেকে আজ দিনের লড়াই শুরু করার কথা বাংলাদেশের। তবে সেটা আর হয়নি। শেষ পর্যন্ত ১৮১ রানে এগিয়ে দ্বিতীয় দিনের ব্যাটিংয়ে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৫৩ রান করেন জাকের আলি। মুমিনুল হক করেন ৫০। আর লিটনের ব্যাট থেকে আসে ৪০ রান।
অন্যদিকে প্রথম ইনিংসে ব্যাট করে জাস্টিন গ্রিভসের সেঞ্চুরিতে স্কোরবোর্ডে ৪৫০ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। ২০১৪ সালের পর ঘরের মাঠে এটিই তাদের সর্বোচ্চ ইনিংস। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পাওয়া গ্রিভস শেষ পর্যন্ত ১১৫ রানে অপরাজিত থেকে উইকেট ছাড়েন।