বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ, খেলা কবে কোথায়?

তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সিরিজের সূচি ঘোষণা করেছে। আসন্ন সিরিজটি শুরু হবে ১৮ অক্টোবর ও চলবে ১ নভেম্বর পর্যন্ত।
ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ১৮ অক্টোবর। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২০ ও ২৩ অক্টোবর।
এরপর দুই দল চট্টগ্রামে পাড়ি জমাবে টি-টোয়েন্টি সিরিজের জন্য। চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম) অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজ। তিন ম্যাচের সংক্ষিপ্ত সংস্করণের এই সিরিজ শুরু হবে ২৭ অক্টোবর, পরবর্তী দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৩০ অক্টোবর ও ১ নভেম্বর।
শেষবার ২০২৪ সালের ডিসেম্বর-জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল বাংলাদেশ। সেখানে ওয়ানডে সিরিজে বাংলাদেশ হোয়াইটওয়াশ হলেও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিকদের প্রথমবার হোয়াইটওয়াশ করে টাইগাররা।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি :
১ম ওয়ানডে : ১৮ অক্টোবর – শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
২য় ওয়ানডে : ২০ অক্টোবর – শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
৩য় ওয়ানডে : ২৩ অক্টোবর – শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
১ম টি-টোয়েন্টি : ২৭ অক্টোবর – বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম, চট্টগ্রাম
২য় টি-টোয়েন্টি : ৩০ অক্টোবর – বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম, চট্টগ্রাম
৩য় টি-টোয়েন্টি : ১ নভেম্বর – বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম, চট্টগ্রাম