অ্যান্টিগায় জিততে হলে যে রেকর্ড গড়তে হবে বাংলাদেশের
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/11/26/bd.jpg)
যা ভুল করার প্রথম ইনিংসেই করে ফেলেছে বাংলাদেশ। নিজেদের বোলিং দুর্বলতায় ওয়েস্ট ইন্ডিজকে করতে দিয়েছে সাড়ে চারশত রান! এই রানের কারণে দ্বিতীয় ইনিংসে খারাপ করেও শক্ত অবস্থানে ওয়েস্ট ইন্ডিজ।
আগের ইনিংসের ১৮১ রানের লিড ও দ্বিতীয় ইনিংস মিলে বাংলাদেশকে ওয়েস্ট ইন্ডিজ লক্ষ্য দিয়েছে ৩৩৪ রানের। যা টপকে জিততে হলে রেকর্ড গড়তে হবে বাংলাদেশের!
নিজেদের টেস্টে ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে বাংলাদেশের জয়ের রেকর্ডটা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের মাটিতেই। ২০০৯ সালে গ্রেনাডা টেস্টে ২১৭ রান তাড়া ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল বাংলাদেশ। এত বছর পর আবারও একই দেশের মাটিতে কঠিন চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ।
এবারের পরীক্ষাটা আরও কঠিন। এবার জিততে হলে বাংলাদেশকে করতে হবে ৩৩৪ রান। মানে নতুন রেকর্ড গড়তে আগের সর্বোচ্চ রান তাড়ার জয় থেকে আরও ১১৭ রান বেশি করতে হবে বাংলাদেশের।
আপাতপক্ষে তা অসম্ভবই বলার চলে। কারণ একজন ছাড়া উইকেটে নেই কোনো স্বীকৃত ব্যাটার। প্রথম ইনিংসের মতো এই ইনিংসেও হতাশ করেছেন ব্যাটাররা। স্বীকৃত ব্যাটসম্যান বলতে শুধু জাকের আলিই আছেন। তিনি টেলএন্ডারদের নিয়ে আর কতটুকুই বা টানতে পারবেন।
ওয়েস্ট ইন্ডিজ থেকে এখনও ২২৫ রানে পিছিয়ে বাংলাদেশ। সুতরাং জিততে হলে এই রান পাড়ি দিতে হবে বাংলাদেশের। অন্তত ড্র করতে হলেও টিকে থাকতে হবে মঙ্গলবার টেস্টের পুরো দিন। সেই চ্যালেঞ্জ কি নিতে পারবে বাংলাদেশ? উত্তর সময়ের হাতে তোলা থাকল!