দুর্নীতির দায়ে চীনের কিংবদন্তি ফুটবলারের ২০ বছরের জেল
চীনের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার লি টাই। খেলোয়াড়ি জীবনে তিনি গায়ে চাপান এভারটন ও শেফিল্ড ইউনাইটেডের মতো ইংলিশ ক্লাবের জার্সি। যতটা উজ্জ্বল ছিলেন ফুটবলার লি টাই, ততটাই অন্ধকার তার মাঠের বাইরের জীবন। ম্যাচ পাতানো, ঘুষ আদান-প্রদান, অর্থের বিনিময়ে জাতীয় দলে সুযোগ দেওয়ার মতো অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অভিযোগ প্রমাণিত হওয়ায় লি টাইকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে চীনের আদালত।
বার্তা সংস্থা এএফপিতে প্রকাশিত আজ শুক্রবারের (১৩ ডিসেম্বর) প্রতিবেদন অনুসারে, এক টেলিভিশন শোতে লি টাই নিজেই স্বীকার করেছেন তার বিরুদ্ধে আনা অভিযোগ। ধারণা করা হয়, প্রায় ১০ মিলিয়ন মার্কিন ডলারের (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২০ কোটি টাকার কাছাকাছি) আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়েছেন তিনি। বিভিন্ন খাতে এসব দুর্নীতি করেন এক সময়ের নামকরা মিডফিল্ডার।
লি টাইয়ের ওপর আসা অভিযোগের মধ্যে অন্যতম, অর্থের বিনিময়ে জাতীয় দলে খেলার সুযোগ করে দেওয়া। ২০২০ এর জানুয়ারি থেকে ২০২১ এর ডিসেম্বর পর্যন্ত দুই বছর চীন জাতীয় দলের কোচ ছিলেন তিনি। এ সময় অর্থের বিনিময়ে জাতীয় দলের দরজা খুলে দিতেন। জাতীয় দলের কোচ হওয়ার জন্যেও আর্থিক লেনদেন করেছিলেন।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সরকার বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে দেখছে। কারণ, তার এই দুর্নীতি শুধু ফুটবলে নয়, নেতিবাচক প্রভাব ফেলেছে চীনের অন্যান্য খেলাগুলোতে।