ফুটবল বিশ্বকাপে দলের সংখ্যা আরও বাড়ানোর প্রস্তাব

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবলকে কীভাবে আরও গতিশীল করা যায়, তা নিয়ে অনেকদিন ধরেই নানা পরিকল্পনা করছে ফিফা। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি বিভিন্ন উদ্যোগও নিয়েছে ইতোমধ্যে। যার একটি ২০২৬ সালের বিশ্বকাপ। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে আয়োজিত হবে টুর্নামেন্ট।
বিশ্বকাপে দলের সংখ্যা আরও বাড়ানোর প্রস্তাব উঠেছে এবার। গত ৫ মার্চ ফিফার সর্বশেষ বোর্ড সভায় একজন সদস্য প্রস্তাব তোলেন, ৬৪ দল নিয়ে ২০৩০ বিশ্বকাপ আয়োজনের। বৃহস্পতিবার (৬ মার্চ) দ্য নিউইয়র্ক টাইমস তাদের প্রতিবেদনে এমনটিই জানিয়েছে।
২০৩০ বিশ্বকাপ হতে যাচ্ছে ফুটবলের জন্য স্মরণীয় ও বিশেষ এক আসর। বিশ্বকাপের শতবর্ষ পূর্তি হবে সেবার। আসরটিকে রাঙিয়ে তুলতে প্রস্তুতি নিয়ে রেখেছে ফিফা। ২০৩০ এর আসর বসবে তিনটি মহাদেশে। মূল আয়োজক মরক্কো, পর্তুগাল ও স্পেন। ১৯৩০ সালে প্রথম আসর বসেছিল উরুগুয়েতে। আর্জেন্টিনা খেলেছিল ফাইনালে। যে কারণে উরুগুয়ে, আর্জেন্টিনাসহ লাতিনের আরেক দেশ প্যারাগুয়েতে হবে কয়েকটি ম্যাচ।

৬টি দেশ, ৩টি মহাদেশ ও ৪৮ দল নিয়ে স্বাভাবিকভাবেই ফিফাকে বিশাল চ্যালেঞ্জের সামনে পড়তে হবে। পরিবেশের ওপরও ফেলবে ব্যাপক প্রভাব। এসবের মধ্যে ৬৪ দলের প্রস্তাবকে ফিফা সংশ্লিষ্ট অনেকেই বলছেন আত্মঘাতী সিদ্ধান্ত। যদিও, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো অবশ্য এখনও এই ব্যাপারে কিছু বলেননি।