ভক্তদের সুখবর দিলেন ঋতুপর্ণা-সাবিনারা
দেশের মানুষকে উল্লাসে ভাসিয়ে গত অক্টোবরে সাফ চ্যাম্পিয়নশিপ জেতে বাংলাদেশ। টানা দ্বিতীয়বারের মতো দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব ধরে রাখে নারী ফুটবলাররা। ছাদখোলা বাসে সংবর্ধনা, আর্থিক সম্মাননা আর মানুষের ভালোবাসা তো পেয়েছেনই, এবার ফিফা থেকে পেলেন সুখবর।
ফিফার সর্বশেষ হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে আজ শনিবার (১৪ ডিসেম্বর) বাংলাদেশের নারীরা দিয়েছে লম্বা লাফ। এগিয়েছেন সাত ধাপ। ১৩৯ নম্বর থেকে ঋতুপর্ণা চাকমা-সাবিনা খাতুনদের র্যাঙ্কিং এখন ১৩২। বেড়েছে পয়েন্ট ও রেটিং পয়েন্ট দুটোই।
সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ জিতেছে দাপটের সঙ্গে। চ্যাম্পিয়নের মতোই খেলেছে মেয়েরা। টানা তিন জয় সাহায্য করেছে পয়েন্ট বাড়াতে। ২১.৩৫ পয়েন্ট বেড়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন এক হাজার ৯৭.৫৫। এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বশেষ র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে বেশি উন্নতি হয়েছে কেবল সৌদি নারীদের। বাংলাদেশ এগিয়েছে সাত ধাপ, তারা আট ধাপ। যদিও, সার্বিকভাবে বাংলাদেশের চেয়ে অনেক পিছিয়ে তারা। সৌদি আরব আছে ১৬৬ নম্বরে।
দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের চেয়ে র্যাঙ্কিংয়ে ওপরে আছে কেবল ভারত ও নেপাল। দুই দলেরই হয়েছে অবনতি। ভারত এক ধাপ পিছিয়ে ৬৯ নম্বরে। নেপাল পিছিয়েছে চার ধাপ, বর্তমান তালিকায় তাদের অবস্থান ১০৩তম।