টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, কোন দলের কী সমীকরণ
জমে উঠেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ওঠার লড়াই। বাংলাদেশসহ বাদ পড়েছে পাঁচ দল। ৯ দলের এ প্রতিযোগিতায় দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও ভারতের সাথে টিকে রয়েছে শ্রীলঙ্কাও। শুরুতে দারুণ সম্ভাবনা থাকলেও এখন বেশ চাপে গত দুইবারের রানার্সআপ ভারত। এক নজরে দেখে নেওয়া যাক কোন দলের কী সমীকরণ।
২০২৫ সালের ১১ জুন লর্ডসে শুরু হতে যাওয়া ফাইনালের লড়াইয়ে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও ভারতকেই রাখা যায়। লঙ্কানদের ফাইনালে উঠার সম্ভাবনা অনেক যদি-কিন্তুর ওপর নির্ভর করছে। ফাইনালে যেতে হলে শ্রীলঙ্কাকে আগামী বছরের শুরুতে অস্ট্রেলিয়াকে ২-০ ব্যবধানে হারানোর পাশাপাশি অন্য দলের জয়-পরাজয়ের দিকেও তাকিয়ে থাকতে হবে।
৯ দলের এ প্রতিযোগিতায় এখন শীর্ষে প্রোটিয়ারা। বর্তমানে তাদের শতকরা পয়েন্ট ৬৩.৩৩ শতাংশ। ২ নম্বরে থাকা অস্ট্রেলিয়ার শতকরা পয়েন্ট ৫৮.৮৯ শতাংশ। সর্বশেষ টেস্টে অস্ট্রেলিয়ার সঙ্গে ড্র করা ভারত ৩ নম্বরে আছে ৫৫.৮৮ শতাংশ পয়েন্ট অর্জন করে।
পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের একটি জিতলেই ফাইনাল নিশ্চিত হবে প্রোটিয়াদের। সবচেয়ে সুবিধাজনক অবস্থানে তারাই। দুইয়ে আছে অস্ট্রেলিয়া। গতবারের চ্যাম্পিয়নরা ভারতের বিপক্ষে চলমান বোর্ডার-গাভাস্কার ট্রফির বাকি দুটি ম্যাচ জিতলে নিশ্চিত হবে ফাইনাল। আর সিরিজটি ২-২ ব্যবধানে ড্র হলে শ্রীলঙ্কার বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজে অন্তত ১টি ম্যাচ জিততে হবে অসিদের। তাদের জন্যও সমীকরণ খুব বেশি কঠিন নয়।
তবে, ভারতের জন্য বেশ কঠিন সমীকরণ অপেক্ষা করছে। ফাইনাল নিশ্চিতে বোর্ডার–গাভাস্কার ট্রফি ভারতকে জিততে হবে ৩-১ ব্যবধানে। আর সিরিজ ২-২ ব্যবধানে ড্র করলে সেক্ষেত্রে অন্য দলের দিকে তাকিয়ে থাকতে হবে ভারতকে। অপেক্ষা করতে হবে শ্রীলঙ্কা সিরিজে অস্ট্রেলিয়ার হারের জন্য।