বড়দিনে মেসি-রোনালদোরা কে কোথায়
আজ বড়দিন, খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। দিনটি আনন্দে কাটাতে তারকা ফুটবলাররা ছুটে গেছেন পরিবারের কাছে। যাদের মধ্যে অন্যতম লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। স্ত্রী-সন্তানদের নিয়ে জন্মস্থান রোজারিওতে মেসি ও রোনালদো বড়দিন উদযাপন করছেন ফিনল্যান্ডের ল্যাপল্যান্ডে।
রোজারিওতে বড়দিনে উৎসবে মেতেছেন মেসি
ক্লাবের পাশাপাশি আন্তর্জাতিক ব্যস্ততা না থাকায় আপাতত পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি। সাধারণত রোজারিওতেই প্রতিটি বড়দিন পালন করেন মেসি। এবারও তার ব্যত্যয় হলো না। পরিবারের সঙ্গে ক্রিসমাসের আনন্দে মেতেছেন ৩৬ বছর বয়সী তারকা। যদিও এখন বড়দিন নিয়ে কোনো ছবি পোস্ট করেননি মেসি। এমএলএসের নতুন মৌসুম শুরুর আগে আর তাকে মাঠে দেখা যাবে না। তাই সবমিলিয়ে লম্বা অবকাশ যাপনের সুযোগ পাচ্ছেন এই কিংবদন্তি ফুটবলার।
বরফশীতল পানিতে রোনালদোর বড়দিন
এবারের বড়দিন উদযাপনে ফিনল্যান্ডের ল্যাপল্যান্ডে গেছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। পরিবারের সঙ্গে অবসর সময় কাটাচ্ছেন এই তারকা। দেশটির উত্তর দিকের শেষ সীমায় অবস্থিত এই জায়গাকে বলা হয় সান্তা ক্লজের আসল বাড়ি। এখানকার তাপমাত্রা মাইনাস ৩ ডিগ্রি সেলসিয়াস থেকে নামতে পারে মাইনাস ১৬ ডিগ্রিতে। মাঝেমধ্যে নাকি মাইনাস ৩০ ডিগ্রিতেও নেমে আসে। আর সেখানেই খালি গায়ে ছবি পোস্ট করেছেন রোনালদো। ছবি দিয়েই রোনালদো লিখেছেন—‘শুভ বড়দিন সবাইকে’।