পিএসএলের ড্রাফটে থাকতে পারেন যেসব বাংলাদেশি ক্রিকেটার
এবারের আইপিএলের নিলামে নাম জমা দিয়েছিলেন একাধিক বাংলাদেশি ক্রিকেটার। তবে, নিলামে দল পাননি কেউই। যার ফলে প্রথমবারের মতো বাংলাদেশি কোনো ক্রিকেটার ছাড়াই মাঠে গড়াবে আইপিএল। সেই আক্ষেপ মিটতে পারে পিএসএলে। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টের ড্রাফটে নাম থাকতে পারে ৩০ বাংলাদেশি ক্রিকেটারের।
পাকিস্তান ও দুবাইয়ে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি হবে ফেব্রুয়ারি-মার্চে। ফলে পিএসএল পিছিয়ে দেওয়া হয়েছে এপ্রিল-মে মাসে। সেই সময়েই চলবে বিশ্বের শীর্ষ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএল। ফলে এই লিগে যারা দল পাননি, তাদের মধ্যে অনেকেরই জোর সম্ভাবনা রয়েছে পিএসএলে দল পাওয়ার।
আগামী ৮ এপ্রিল পাকিস্তানে শুরু হবে পিএসএল। লাহোর কালান্দার্স বনাম ইসলামাবাদ ইউনাইটেডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে পিএসএলের ১০ম আসর। আসরের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৯ মে, করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে। এর আগে আগামী ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে পিএসএলের ড্রাফট। সেখানেই নাম দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের এক ঝাঁক ক্রিকেটার।
অন্যান্যদের পাশাপাশি জাতীয় দলের বাইরে থাকা দুই ক্রিকেটার নাজমুল হোসেন অপু, রনি তালুকদারও নাম জমা দিয়েছেন পিএসএলের ড্রাফটে। রুয়েল মিয়ার সঙ্গে বাংলাদেশিদের মধ্যে ড্রাফটে আরও আছেন সাইফ হাসান, শামীম পাটোয়ারি, শহিদুল ইসলাম ও তানজিদ হাসান তামিম।
পিএসলের ড্রাফটে নাম দেয়া বাংলাদেশি ক্রিকেটারদের তালিকা:
সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, লিটন দাস, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, হাসান মাহমুদ, নাহিদ রানা, নাজমুল হোসেন শান্ত, শেখ মেহেদী, মেহেদী হাসান মিরাজ, রিপন মন্ডল, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, সাব্বির রহমান, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, জাকের আলী, আফিফ হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাসুম আহমেদ, নাজমুল হোসেন অপু, রনি তালুকদার, রুয়েল মিয়া, সাইফ হাসান, শামীম পাটোয়ারি, শহিদুল ইসলাম ও তানজিদ হাসান তামিম।