মিরাজের দুর্দান্ত ব্যাটিংয়ে বিপিএলে টিকে রইল খুলনা
টানা তিন হারের পর জয়ের মুখ দেখল খুলনা টাইগার্স। বিপিএলে আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হয় দলটি। টুর্নামেন্টে টিকে থাকতে হলে জয়ের বিকল্প ছিল না খুলনার সামনে। ব্যাটে-বলে দারুণ পারফর্ম করে ঠিকই শেষ হাসি হেসেছে খুলনার ক্রিকেটাররা। সিলেটকে তারা হারিয়েছে ৬ উইকেটে।
টস জিতে আগে ব্যাটিং বেছে নেওয়া সিলেট ২০ ওভারে ৯ উইকেটে থামে ১৫২ রানে। জবাবে ১৯.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৬ রান করে খুলনা।
সহজ লক্ষ্যে ব্যাটিংয়ে নামা খুলনার কাজ আরও সহজ করে দেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ওপেনিংয়ে নেমে খেলেন অনবদ্য এক ইনিংস। নিহাদুজ্জামানের শিকার হওয়ার আগে ৫০ বলে ৭০ রানের ঝলমলে ইনিংস উপহার দেন মিরাজ। ১৪০ স্ট্রাইক রেটে ইনিংসটি তিনি সাজান ৮টি চার ও দুটি ছক্কায়। আরেক ওপেনার নাঈম শেখ বড় সংগ্রহের আভাস দিলেও নিহাদের বলেই বিদায় নেন। নাঈম করেন ১৭ বলে ২০ রান।
দলীয় ১০৬ রানে তৃতীয় ব্যাটার হিসেবে যখন মিরাজ সাজঘরে ফেরেন, ইনিংসের তখন ১৪তম ওভার। খুলনার জয়টা তখনও সহজই মনে হচ্ছিল। কিন্তু, সেখান থেকেই ম্যাচ কঠিন করে তোলে তারা। সিলেটের মিতব্যয়ী বোলিংয়ে চাপে পড়েন খুলনার ব্যাটাররা। একসময় তৈরি হয় হারের শঙ্কাও। তবে, সব দুশ্চিন্তা উড়িয়ে ম্যাচ শেষের ১ বল আগে রিচি টপলির বলে ছক্কা হাঁকান উইলিয়াম বোসিস্তো। আর খুলনাও মাতে জয়ের আনন্দে।
সিলেটের পক্ষে নিহাদ দুটি এবং সুমন ও সামিউল্লাহ নেন একটি করে উইকেট।
এই জয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে খুলনা। টিকে রইল প্লে-অফ খেলার আশা।