ফিক্সিং ইস্যুতে ক্রিকেটার বিজয়ের ভিডিও বার্তা
এবারের বিপিএলে রানবন্যার দেখা মিললেও ফিক্সিং বিতর্কে চাপে বিসিবি। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বেশকিছু ক্রিকেটারের নাম উঠে এসেছে। বলা হচ্ছে তারা আছেন সম্ভাব্য সন্দেহের তালিকায়। তাদেরই একজন এনামুল হক বিজয়। নিজের বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ মিথ্যা, এমনটাই জানিয়েছেন তিনি।
আজ আজ রোববার (২ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় বিজয় জানান, ‘আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। একটি বিশেষ কারণে আমাকে কথা বলতে হচ্ছে। গত বৃহস্পতিবার থেকে আমাকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা ও মনগড়া সংবাদ প্রচার করা হচ্ছে। যা এতক্ষণে সবকিছুর মাত্রা ছাড়িয়ে গেছে।
বিজয় আরও যোগ করেন, ‘এসব মনগড়া, ভিত্তিহীন সংবাদে আমিসহ আমার পরিবার মানসিকভাবে ভেঙে পড়েছি। বিষয়টি যে মিথ্যা সেটি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিবৃতি দিয়েছে। বিসিবির বিবৃতির পর আমার আসলে স্পষ্ট করার কিছু নেই, তবুও আপনাদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং সততার কারণে আমি নিজে থেকে কিছু কথা বলতে এসেছি।’
এর আগে ফিক্সিং ইস্যুতে কড়া হুশিয়ারি দিয়েছিলেন বিসিবি বস ফারুক আহমেদ। ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে ফারুক বলেন, ‘যদি তদন্তে কোনো কিছু (প্রমাণ) বেরিয়ে আসে, এরপর যে কঠিন শাস্তি দেওয়া হবে সবাই জানেন। আমি যদি সেরকম কিছু পাই, তাদের জীবন কঠিন করে তুলব, আমি কারও অপরাধের ছাড় দেবো না। সিদ্ধান্ত একটাই আসবে এবং সেটি সবার জন্যই প্রযোজ্য হবে। সেটি হবে দৃষ্টান্তমূলক।’